নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানসিকতার পরিবর্তন জরুরি - মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানসিকতার পরিবর্তন জরুরি - মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮



মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারীর প্রতি
সহিংসতা প্রতিরোধে মানসিকতার পরিবর্তন খুবই জরুরি। আর এ মানসিকতা
পরিবর্তনের জন্য পরিবার থেকেই কাজ করতে হবে। আমরা যদি আমাদের ছেলে সন্তানদেরকে
নারীর প্রতি সম্মান দেখাতে শিখাই এবং পুরুষগণ যদি নারীর প্রতি সহিংসতা থেকে
বিরত থাকেন তাহলে সমাজ থেকে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব। এ
বিষয়ে মানুষের দৃষ্টিভঙ্গি ও চিন্তা ভাবনার পরিবর্তনের জন্য ব্যাপক জনসচেতনতামূলক
প্রচার ও প্রসার ঘটাতে হবে।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর বিয়াম মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের
আয়োজনে ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৮-
২০৩০’ প্রণয়ন বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদা শারমিন বেনুর
সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশন
আরা এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার খসড়া পাঠ
করেন প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন।
অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশন আরা বলেন, কর্মস্থল ও গণপরিবহণে যৌন
হয়রানি নারী ক্ষমতায়নের প্রধান অন্তরায়। কর্মস্থলে যদি নারীরা যৌন নির্যাতনের শিকার
হন এবং নিরাপদ পরিবেশ না পান তাহলে নারীর উন্নয়ন চরমভাবে বাধাগ্রস্ত হবে। এর ফলে
নারীরা হতাশাগ্রস্ত এবং কর্মবিমুখ হয়ে পড়বেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাহমুদা শারমিন বেনু বলেন, কর্মপরিকল্পনাটি
যুগোপযোগী করার জন্য জেলা ও উপজেলা পর্যায়ের মতবিনিময় করা করা হয়েছে এবং
জাতীয় পর্যায়ের সকল স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় করা হবে।
কর্মপরিকল্পনাটিতে জেলা ও উপজেলা পর্যায় থেকে বেশ কিছু প্রস্তাব উঠে
এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো- শিশুদের গৃহকর্মে নিয়োজিত না করা;
গণপরিবহণের মালিক, ড্রাউভার ও শ্রমিকের আচরণ কেমন হবে তার একটি নীতিমালা
তৈরি করা; প্রতিটি গাড়িতে জিপিএস ট্রেকিং এর সিস্টেম চালু করা; ট্রাভেল
এজেন্সিগুলোকে জেলা প্রশাসনের আওতায় মনিটরিংয়ের ব্যবস্থা করা; অ্যান্ড্রয়েড ফোন
ব্যবহারে বয়সসীমা নির্ধারণ করা; বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ক্লোজ সার্কিট
ক্যামেরা স্থাপন করা; যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে ঋণ প্রদান করে আর্থসামাজিক

উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখা এবং জেলা তথ্য অফিসের মাধ্যমে নির্যাতন
প্রতিরোধমূলক ছবি ও গান প্রদর্শন করা।

বাংলাদেশ সময়: ২০:৪২:০৩   ২৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ