ফরিদপুরে ট্রাক-মাহেন্দ্রের সংঘর্ষে নিহত ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ট্রাক-মাহেন্দ্রের সংঘর্ষে নিহত ২
বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮



---ফরিদপুরে মহাসড়কে ট্রাক-মাহেন্দ্রের সংঘর্ষে শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৯ জন।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে ফরিদপুর সদরের গঙ্গাবর্দী কৃষি কলেজের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফরিদপুর থেকে মাগুরাগামী একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে সামনের চাকা ফেটে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে চলমান কানাইপুর থেকে ফরিদপুরগামী তিন চাকার মাহেন্দ্রকে চাপা দেয়। এতে মাহেন্দ্রের দুই যাত্রী নিহত হন। আহত হন ৯জন।

ফরিদপুর দমকল বাহিনীর জ্যেষ্ঠ্য স্টেশন কর্তকর্তা মো. সাইফুজ্জামান বলেন, এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন, আহত হয় আরও ১০জন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। বর্তমানে ওই হাসপাতালে আহত নয়জন চিকিৎসাধীন রয়েছেন।

করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ীর দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. নিজামুল ইসলাম জানান, এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন সুজন পাটোয়ারী (২২)। তিনি ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের ভাটি কানাইপুর গ্রামের মনিরুল ইসলাম পাটোয়ারীর ছেলে। সুজন পেশায় একজন নির্মাণ শ্রমিক। আর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত আজিজুল ইসলামের(৪৫) পেশায় শিক্ষক।

তিনি বলেন, দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছেন। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।

কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন জানান, আজিজুল কানাইপুরের রাইকালী হাজী বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি কানাইপুরের উলুকান্দা গ্রামের শাহ জালাল মাতুব্বরের ছেলে।

বাংলাদেশ সময়: ১৪:৩৩:৪০   ৩০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ