সংসদ সচিবালয়ে যোগদান করলেন সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদ সচিবালয়ে যোগদান করলেন সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান
সোমবার, ১৯ নভেম্বর ২০১৮



---নিউজটুনারায়ণগঞ্জঃ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে সিনিয়র সচিব হিসেবে যোগদান করেছেন ড. জাফর আহমেদ খান। বিগত ১৪ নভেম্বর ২০১৮ তারিখে তিনি সংসদ সচিবালয়ে যোগদান করেন। এর আগে তিনি স্থানীয় সরকার ,পানিসম্পদ এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন। তিনি প্রবাসী কল্যাণ ব্যাংক এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
ড. জাফর আহমেদ খান সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো: আবদুর রব হাওলাদার এর স্থলাভিষিক্ত হন।
উল্লেখ্য ড. জাফর আহমেদ খান ১৯৬০সালে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তিনি ১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং ১৯৮২ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৮২ সালের ব্যাচের কর্মকর্তা। চাকুরীরত অবস্থায় তিনি নেদারল্যাল্ড এর ইনস্টিটিউট অব সোস্যাল স্টাডিজ (আইএসএস) থেকে উন্নয়ন বিষয়ে মাস্টার্স এবং পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন প্রশাসনে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। ড. জাফর আহমেদ খান হার্ভাড বিশ্ববিদ্যালয়ের জন এফ কেনেডি স্কুল অব গভর্নমেন্ট থেকে পাবলিক পলিসি বিষয়েও কোর্স সম্পন্ন করেন।
চাকুরী জীবনে ড. জাফর আহমেদ খান উপজেলা নির্বাহী অফিসার- নওগাঁ, অতিরিক্ত জেলা প্রশাসক- চাঁপাইনবাবগঞ্জ, জেলা প্রশাসক- রাঙামাটি, অতিরিক্ত বিভাগীয় কমিশনার- ঢাকা, বিভাগীয় কমিশনার- সিলেট এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমিতে প্রধান প্রশিক্ষক, বিসিএস প্রশাসন একাডেমিতে পরিচালক এবং লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এমডিএস হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি কর্মজীবনের ১৯৮৮-৯১সময়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে কূটনৈতিক (দ্বিতীয় সচিব) দায়িত্ব পালন করেন।
কর্মজীবনে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও ভারতসহ বিশ্বে বিভিন্ন দেশ ভ্রমণ করেন। ড. জাফর আহমেদ খান এর পরিবারে স্ত্রী, তিন কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২৩:৪০   ২০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ