
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কেউ যদি
নির্বাচন কমিশনের বিধি লঙ্ঘন করে, তাহলে সে যেই হোক তার বিরুদ্ধে
কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। নির্বাচন কমিশনের প্রতি তিনি এ বিষয়ে
কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী আজ ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
হাসপাতালের ডিজিটাল চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন শেষে
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
সকল দল নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করে মোহাম্মদ
নাসিম বলেন, জাতীয় ঐক্যফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক দল সংবিধান
অনুযায়ী নির্বাচনে এসেছে এটা স্বস্তির খবর, শেষ পর্যন্ত তারা
নির্বাচনে থাকবে এবং জনগণের রায় মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে
সব দল নির্বাচনে আসায় দেশে ভোটের উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে।
মানুষ বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে নির্বাচনমুখী হয়ে উঠেছে। আগামী
জাতীয় সংসদ নির্বাচন সুুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীদের জন্য অত্যাধুনিক রেজিস্ট্রেশন
বুথ ও অটোমেশন পদ্ধতি উদ্বোধন অনুষ্ঠানে সোহরাওয়ার্দী হাসপাতালের
পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়–য়া, সোহরাওয়ার্দী মেডিকেল
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ বি এম মাকসুদুল আলম প্রমুখ উপস্থিত
ছিলেন।
বাংলাদেশ সময়: ২১:৫২:২০ ২২০ বার পঠিত