দেশের স্বাস্থ্য ব্যবস্থার ওপর জনগণের আস্থা মজবুত করা হবে - স্বাস্থ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের স্বাস্থ্য ব্যবস্থার ওপর জনগণের আস্থা মজবুত করা হবে - স্বাস্থ্যমন্ত্রী
বৃহস্পতিবার, ১০ জানুয়ারী ২০১৯



---

চিকিৎসার জন্য বিদেশমুখী হওয়ার প্রবণতা কমাতে দেশের স্বাস্থ্য ব্যবস্থার
ওপর জনগণের আস্থাকে আরো মজবুত করার লক্ষ্যে সরকার কাজ করবে বলে
জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন,
প্রত্যেক মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সার্বজনীন
স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপরও সরকার গুরুত্ব দেবে।
মন্ত্রী আজ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শহীদ মিলন হল মিলনায়তনে
২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের বরণ এবং শপথ গ্রহণ
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ঢামেক-এর অধ্যক্ষ অধ্যাপক
ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য
প্রতিমন্ত্রী মোঃ মুরাদ হাসান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ আসাদুল
ইসলাম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব জিএম সালেহ উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের
মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, ঢামেক হাসপাতালের পরিচালক
ব্রি জে নাসির উদ্দিন বক্তৃতা করেন।
নির্বাচনি ইশতেহার অনুযায়ী ৬৫ বছরের ঊর্ধ্বে সকল বয়স্ক ব্যক্তির জন্য
বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী
বলেন, শীঘ্রই এ লক্ষ্যে কাজ শুরু করবে সরকার। তিনি বলেন, প্রতি বিভাগে
ক্যান্সার হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়ার পাশাপাশি প্রতিটি মেডিকেল
কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট কিডনি ইউনিট
স্থাপন করা হবে। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সমগ্র বিশ্বের মতো বাংলাদেশকেও
অসংক্রামক রোগের ব্যাপকতার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। দেশে ক্যান্সার,
কিডনিজনিত রোগ, হৃদরোগ, ডায়াবেটিস রোগের প্রকোপ বাড়ছে।
প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ওপেন হার্ট সার্জারির সুযোগ
সৃষ্টি করার পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি ঘোষণা দেন।
নতুন শিক্ষার্থীদেরকে এমবিবিএস ক্লাস শুরুর আগে নেওয়া শপথের কথা
স্মরণ করিয়ে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে রোগীর
সেবায় আত্মনিয়োজিত হতে হবে। কারো প্রতি বৈষম্য না দেখিয়ে
সেবাদানের মানসিকতা গড়ে তোলাই চিকিৎসকদের মূল লক্ষ্য হওয়া উচিত।
ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে অবস্থান করে সেবা প্রদানে চিকিৎসকদের প্রতি
আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, দেশে বড় বড় হাসপাতাল তৈরি করা
হয়েছে। কিন্তু গ্রামে যদি চিকিৎসক না থাকে তবে সরকারের সব উদ্যোগ
ব্যর্থ হয়ে যাবে।

অনুষ্ঠানে ঢামেক অধ্যক্ষ এমবিবিএস কোর্সের ৭৬ ব্যাচের নতুন
শিক্ষার্থীদের শপথ পাঠ করান।

বাংলাদেশ সময়: ২১:২৪:০৯   ২৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ