
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম
বলেছেন, দারিদ্র্য দূর করে দেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের ও ২০৪১ সালের
মধ্যে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে পল্লী জনপদের উন্নয়নকে প্রাধান্য দিয়ে
আগামী পাঁচ বছর কাজ করা হবে।
মন্ত্রী আজ সচিবালয়স্থ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং আওতাধীন দপ্তর ও সংস্থাসমূহের প্রধানদের
সাথে মতবিনিময় ও আলোচনা সভায় এসব কথা বলেন। সভায় পল্লী উন্নয়ন ও
সমবায় বিভাগের সচিব মোঃ কামাল উদ্দিন তালুকদারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন
কর্মকর্তা এবং দপ্তর ও সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতো সরকার
গঠন করে দেশকে উন্নত করার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। প্রজাতন্ত্রের কর্মকর্তা
ও কর্মচারীদের সমন্বয়ে এ চ্যালেঞ্জ বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন,
বাংলাদেশকে এক সময় তলাবিহীন ঝুড়ি, মিসকিনের দেশ বলা হতো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন নিম্বমধ্যম আয়ের দেশে
পরিণত হয়েছে।
বাংলাদেশ সময়: ২১:৩৫:৫২ ৩১৮ বার পঠিত