আজ (শুক্রবার) ২৯ মার্চ’২০১৯
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস
২৯ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি দিবসটির মূল তাৎপর্য। বাংলাদেশে দুর্যোগ প্রস্তুতি দিবসটি তুলনামূলক একটু বেশি তাৎপর্যপূর্ণ। ১৯৯৮ সাল থেকে বাংলাদেশে এ দিবসটি পালিত হয়ে আসছে। বিশেষ ভৌগোলিক অবস্থার কারণে বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। এ প্রাকৃতিক দুর্যোগ প্রশমনে সচেতনতা বর্তমান বিশ্বে সার্বজনীন স্বীকৃতি একটি উত্তম প্রয়াস ।
(প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ’র মৃত্যু)
শিক্ষা, সাহিত্য, সমাজসেবা এবং রাজনীতিতে খ্যাতিমান ব্যক্তিত্ব প্রিন্সিপাল ইব্রাহিম খাঁর মৃত্যুদিন আজ। ১৯৭৮ সালের এই দিনে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। মুসলিম পুনর্জাগরণবাদী ইব্রাহিম খাঁর গল্প, প্রবন্ধ, নাটক, ভ্রমণকাহিনী অবিভক্ত বঙ্গের অনগ্রসর বাঙালি মুসলমান সমাজে সাংস্কৃতিক প্রতিবেশ নির্মাণ করেছিলো। তার নাটক : কামাল পাশা, আনোয়ার পাশা, ঋণ পরিশোধ, উপন্যাস : বৌ বেগম, গল্পগ্রন্থ : আলু বোখরা, দাদুর আসর, ভ্রমণকাহিনী : ইস্তাম্বুল যাত্রীর পত্র, শিশু সাহিত্য : ব্যাঘ্রমামা, শিয়াল প-িত, নিজাম ডাকাত ইত্যাদি বেশ সাড়া জাগানো। ১৯৬৩ তে নাটকে বাংলা একাডেমী এবং ৭৬-এ একুশে পদকে ভূষিত হন তিনি। ব্রিটিশ আমলে তিনি পেয়েছিলেন খান সাহেব ও খান বাহাদুর এবং পাকিস্তান আমলে সিতারা-ই-ইমতিয়াজ উপাধি ।
ইব্রাহিম খার জন্ম ১৮৯৪ সালে টাঙ্গাইলের শাবাজনগর গ্রামে। তিনি ১৯১২ সালে পিংনা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে এন্ট্রান্স, ১৯১৪ তে ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে এফএ, ১৯১৬ তে কলকাতা সেন্ট পলস কলেজ থেকে ইংরেজিতে বিএ অনার্স ডিগ্রি লাভ করেন। ১৯১৯ সালে প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন। টাঙ্গাইলের করটিয়া ইংরেজি হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন বেশ কিছুদিন । ১৯২০ সালে যোগ দেন কংগ্রেসে। সক্রিয় ছিলেন অসহযোগ ও খেলাফত আন্দেলনে। করটিয়া সাদত কলেজ প্রতিষ্ঠা তার অন্যতম কীর্তি। ১৯৪৭ পর্যন্ত এর প্রিন্সিপাল ছিলেন। মুসলিম লীগে যোগ দেন ১৯৩৭ সালে । ১৯৪৬-এ মুসলিম লীগের প্রার্থী হয়ে মধুপুর-গোপালপুর থেকে বঙ্গীয় আইন সভার সদস্য হন। ১৯৪৮ থেকে ৫২ পর্যন্ত ছিলেন পূর্ব পাকিস্তান শিক্ষা বোর্ডের সভাপতি । ৫৩ তে গণ পরিষদ সদস্য নির্বাচিত । ১৯৫৭ তে যোগ দেন আওয়ামী লীগে । ৬২ তে ময়মনসিংহ-২ আসন থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। এরপর চলে যান আবার মুসলিম লীগে (কাইয়ুম)। ১৯৭১-এ অবস্থান নেন পাকিস্তানের অখ-তা রক্ষার পক্ষে। ভূয়াপুর হাই স্কুল, ভূয়াপুর গার্লস স্কুল, ভূয়াপুর কলেজ, করটিয়া জুনিয়র গার্লস মাদ্রাসা তার প্রতিষ্ঠিত।
১৯৭৩ সালের এ দিনে মার্কিন সেনাবাহিনী ভিয়েতনামের তৎকালীন সায়গন বা বর্তমান হো চি মিন সিটি ত্যাগ করে। আর এ মধ্য দিয়ে ভিয়েতনামে মার্কিন বাহিনীর চুড়ান্ত পরাজয় নিশ্চিত হয়। ১৯৬১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ব্যাপক সংখ্যক মার্কিন বাহিনীকে দক্ষিণ ভিয়েতনামে প্রেরণ করেছিলেন। এর আগে দু দশক যুক্তরাষ্ট্র দক্ষিণ ভিয়েতনামকে পরোক্ষ সামরিক সহায়তা প্রদান করেছে। এই ব্যাপক সংখ্যক মার্কিন বাহিনী প্রেরণ করার তিন বছর পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন রি, জনসন উত্তর ভিয়েতনামে বোমা বর্ষণ শুরু করার নির্দেশ প্রদান করেন। অনতিবিলম্বে ভিয়েতনামে মার্কিন সৈন্য সংখ্যা তিন লক্ষ অতিক্রম করে। সে সময় মার্কিন বিমান বাহিনী উত্তর ভিয়েতনামের উপর ইতিহাসের সবচেয়ে মারাত্মক বোমা হামলা চালিয়ে যাচ্ছিলো। এত করেও শেষ পর্যন্ত ভিয়েতনামের স্বাধীনতা আন্দোলনকে দমিয়ে রাখা যায় নি। ১৯৭৫ সালের ৩০ শে এপ্রিল বাকি মার্কিন কর্মকর্তারা ভিয়েতনাম ত্যাগ করে এবং দেশটি স্বাধীন হয়।
১৯৭৪ সালের এ দিনে চালকবিহীন মার্কিন নভো অনুসন্ধান যান মেরিনার টেন বুধ গ্রহ ভ্রমণ করে। সূর্যের কারণে বুধগ্রহের যে সব অংশ পৃথিবী থেকে দেখা যায় না সে সব অংশের ছবি গ্রহণ এবং তা পৃথিবীতে প্রেরণ করে। এই প্রথম কোনো নভোযান বুধের এ সব অংশের ছবি গ্রহণ এবং তা প্রেরণ করে। মেরিনার টেনকে ১৯৭৩ সালের নভেম্বর মাসে উৎক্ষেপণ করা হয়েছিলো। বুধগ্রহ আমাদের সৌর জগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ। সূর্যকে প্রদক্ষিণ করতে বুধের মাত্র ৮৮ দিন সময় লাগে। বুধগ্রহ নিজ অক্ষে ঘুরপাক খায় না বলে একটা ধারণা প্রচলিত ছিলো। কিন্তু মেরিনার টেনের পাঠানো উপাত্ত থেকে সে ধারণা ভুল বলে প্রমাণিত হয়। পৃথিবীর সেখানে নিজ অক্ষের চারপাশে ঘুরে আসতে ২৪ ঘন্টা লাগে সে হিসাবে বুধের সেখানে লাগে ৫৮ দিন। পানি এবং বায়ুহীন এ গ্রহ কখনো সৌর তাপের কারণে প্রচন্ড ভাবে তেতে উঠে আর দীর্ঘরাত্রির কারণে হিম শীতল হয়ে উঠে। দিনে এই গ্রহের তাপমাত্রা ৮০০ ডিগ্রী ফারেনহাইটে পৌছায় আর রাতে তা নেমে আসে মাইনাস ২৭৯ ডিগ্রিতে। বুধের কোনো চাঁদ নেই। এ পর্যন্ত মেরিনার টেন ছাড়া আর কোনো নভোযান বুধগ্রহ সফর করে নি।
১৮০৭ সালের এ দিনে জার্মান জ্যোর্তিবিদ উইলহেম অলবার্স ক্ষুদ্রতম গ্রহ ভেস্টা আবিষ্কার করেন। প্রকৃত পক্ষে এটি কোনো গ্রহ নয় বরং গ্রহাণু। এটিই একমাত্র উজ্জ্বলতম গ্রহাণু যা খালি চোখে দেখা গেছে। যদিওও গ্রহাণু হিসেবে ভেস্টা সর্ববৃহৎ নয়। ভেস্টার ব্যাসার্ধ মাত্র ৩৯০ কিলোমিটার। এর আগে উইলহেম আরো একটি গ্রহাণু আবিষ্কার করেছিলেন এবং সেটার নাম রাখা হয়েছিলো ফ্যালাস। এ ছাড়া তিনি ৫টি ধুমকেতুও আবিষ্কার করতে পেরেছিলেন।
সুইজারল্যান্ডে ১০টি ক্যান্টন (প্রশাসনিক উপবিভাগ) সংযুক্ত হয়ে হেলভেটিক প্রজাতন্ত্র গঠিত (১৭৯৮)
সমগ্র পাঞ্জাবকে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করে লর্ড ডালহৌসির ঘোষণাপত্র প্রচার (১৮৪৯)
রামগোপাল ঘোষ কর্তৃক ভারতে বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব (১৮৫৪)
ঐতিহাসিক সিপাহী বিপ্লব শুরু (১৮৫৭)
মহাত্মা গান্ধীর ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলন শুরু (১৯২০)
বরিশালে নাট্যকার অভিনেতা উৎপল দত্তের জন্ম (১৯২৯)
সর্বশেষ মার্কিন সেনাদলের ভিয়েতনাম ত্যাগ (১৯৭৩)
আতাউর রহমান খান বাংলাদেশের প্রধানমন্ত্রী নিযুক্ত (১৯৮৪)
উপমহাদেশে বৃন্দবাদ্যের জনক তিমির বরণের মৃত্যু (১৯৮৭)
ব্রিটেনে কমিউনিস্ট পার্টির নতুন নামকরণ ডেমোক্র্যাটিক লেফট (১৯৯১)
বাংলাদেশ সময়: ১৩:৩৬:০৬ ১৮৫ বার পঠিত