
ঢাকা, ২৯ মার্চ, ২০১৯ নিউজটুনারায়ণগঞ্জ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আইএমএফ পার্লামেন্টারী সেমিনারে অংশগ্রহণ শেষে গতকাল (বৃহস্পতিবার) রাতে দিল্লী থেকে দেশে ফিরেছেন।
ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী দিল্লী বিমান বন্দরে স্পীকারকে বিদায় জানান।
ড. শিরীন শারমিন চৌধুরী দিল্লীতে আইএমএফ- সাউথ এশিয়া রিজিওনাল ট্রেনিং এ্যান্ড টেকনিক্যাল এসিস্ট্যান্স সেন্টার (আইএমএফ-এসএআরটিটিএসি) আয়োজিত “ বিল্ডিং ম্যাক্রো ইকোনমিক ক্যাপাসিটি ইন সাউথ এশিয়া” শীর্ষক দুই দিনব্যাপী সেমিনার এর উদ্বোধন অনুষ্ঠানে এবং “রিপিং দ্যা ডিভিডেন্ডস অব পাবলিক ইনভেস্টমেন্ট: প্রেক্ষিত বাংলাদেশ” সেশনে বক্তৃতা করেন। এছাড়াও তিনি বাংলাদেশ হাই কমিশন আয়োজিত ৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আইএমএফ পার্লামেন্টারী সেমিনারে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো: আব্দুস শহীদ এমপি, সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো: রুস্তম আলী ফরাজী এমপি, সাগুফতা ইয়াছমিন এমপি, আনোয়ারুল আবেদীন খান এমপি এবং আহসানুল ইসলাম (টিটু) এমপি অংশনেন।
স্পীকারকে স্বাগত জানাতে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো: মাহাবুব আলী এমপি ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩:৪২:০৬ ২৩৩ বার পঠিত