কেউ মামলা না করলে পুলিশ করবে - আইজিপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » কেউ মামলা না করলে পুলিশ করবে - আইজিপি
শুক্রবার, ২৯ মার্চ ২০১৯



---

বনানীতে আগুনের ঘটনায় কেউ মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। শুক্রবার বিকালে বনানীতে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।

এফআর টাওয়ার পরিদর্শনকালে তিনি বলেন, আমি ভবনটির ভিতর ঘুরে দেখেছি। ফায়ার সার্ভিস একটু পরে আমাদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে। তখন আমাদের টিম কিভাবে কাজ করবে সে বিষয় দেখতে গিয়েছিলাম।

তিনি বলেন, ভবনের ২২টি ফ্লোরের প্রত্যেকটি ফ্লোরে একটি করে মোট ২২ টিম কাজ করবে। প্রত্যেকটি ফ্লোরে যাওয়ার জন্য আলাদা টিম থাকবে। ভবনের মালিকের প্রতিনিধি ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি নিয়ে আমরা সেখানে যাব।

মামলা প্রসঙ্গে আইজিপি বলেন, মামলাটি এখন প্রক্রিয়াধীন রয়েছে। আমরা চাইছি মৃত কোন ব্যক্তির আত্মীয় মামলা করুক। আমরা তাদের আত্মীয় স্বজন খুঁজছি, অথবা তাদের আহতদের আত্মীয়দের খুঁজছি। সেভাবে কাউকে না পাওয়া গেলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

ভবনটি ব্যবহার কবে থেকে করতে দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকে বুয়েটের একটি প্রতিনিধি দল এসেছিল। তারা পরিদর্শন করে গেছেন। আবারো তারা আসবেন। পরবর্তীতে তাদের সঙ্গে পরামর্শে করে কবে ভবন ব্যবহারের উন্মুক্ত করা হবে।

মালিকের সঙ্গে পুলিশের কোন যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না, হয়নি। পুলিশ ভবনের মালিকের সঙ্গে এখনো যোগাযোগ করতে পারিনি। তবে অন্য মাধ্যমে তার মালিকানার বিষয়টি নিশ্চিত হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে আকাশচুম্বী এফআর টাওয়ারে আগুন লাগে। এতে ২৫ জন নিহত হন।

বাংলাদেশ সময়: ১৮:৫৭:৩৮   ১৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ