
ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো আন্তঃজেলা মহিলা কাবাডির চূড়ান্ত পর্বের উদ্বোধন।
শুক্রবার বিকালে এই প্রতিযোগিতায় বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
মহিলা কাবাডির চূড়ান্ত পর্বে অংশ নেয় আটটি জেলা দল। সেগুলো হলো- ফরিদপুর, ময়মনসিংহ, নড়াইল, ঝিনাইদহ, রংপুর, নীলফামারী, রাঙ্গামাটি ও মৌলভীবাজার।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে এই প্রতিযোগিতার ব্যবস্থাপনায় ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, পুলিশ সুপার জাকির হোসের খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএম আহসান তুহিন প্রমুখ।
উদ্বোধনী খেলায় রংপুর জেলা দলকে পরাজিত করে ফরিদপুর জেলা দল। ফরিদপুর ৩১ পয়েন্ট এবং রংপুর ১৪ পয়েন্ট পায়।
এছাড়াও দ্বিতীয় খেলায় নড়াইল জেলা ২৭ পয়েন্ট পেয়ে মৌলভীবাজার জেলা (২১ পয়েন্ট) দলকে পরাজিত করে।
বাংলাদেশ সময়: ২০:৫৪:৩১ ১৯৯ বার পঠিত