
নিউজটুনারায়ণগঞ্জঃ টানা ২ বছর ৯ মাস নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের পর রাব্বী মিয়াকে বদলি করা হয়েছে। তাকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পাবনায় ডিসি হিসেবে দায়িত্ব পালন করা মো.জসিম উদ্দিনকে নিয়োগ প্রদানের কথা জানানো হয়েছে।
প্রসঙ্গত, নারায়নগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) দ্বিতীয় নির্বাচনের আগে ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রাব্বী মিয়া।
বাংলাদেশ সময়: ১৪:০১:০৫ ২১৯ বার পঠিত