
মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এ শ্লোগানে ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে (১৭- ২৩ জুলাই ) সাতদিন ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২৩ জুলাই ) সকাল এগারোটায় সস্তাপুর জেলা কারাগার সংলগ্ন জেলা মৎস্য ভবনে জেলা মৎস্য দপ্তরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা এনায়েত হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো.জসিম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাবানা আক্তার, জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক তানমী শাহরিন, সহকারী পরিচালক শওকত আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মৎ শাহরিয়ার সালমা, মো.শাহেনুর মিয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে বিভিন্ন মৎস্য খামারের উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ২৩:৩৩:২০ ১৭৯ বার পঠিত