
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা পুলিশের বিষেশ অভিযানে ৩৮০ পিছ ইয়াবা সহ মাদক সম্রাট মাহাম্মদ হাছান(৪০) কে আটক করার খবর পাওয়া গেছে।ফরিদগঞ্জ থানা পুলিশের সুত্রে জানাযায়, গত ৪ আগস্ট বোরবার অফিসার ইনচার্জ আব্দুুর রকিব এর নিদ্দেশ্যে এ এস আই ইলিয়াছ উদ্দিন, এএসআই গোলাম রসুল, এ এস আই মঞ্জুর আলম সহ সঙ্গীয় ফোস নিয়ে ফরিদগঞ্জ থানা পৌরসভা কাছিয়ারা গ্রাম থেকে ৩৮০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ কাছিয়ারা গ্রামের মনহোর আলি ছেলে মাদক সম্রাট মোহাম্মদ হাছান( ৪০)আটক করে। আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্তন আইনে মামলা প্রক্রিয়াধীন
বাংলাদেশ সময়: ১৫:৪৬:৪০ ১৭৫ বার পঠিত