ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ-আফগানিস্তানের বিপক্ষে খেলবে জিম্বাবুয়ে

প্রথম পাতা » খেলাধুলা » ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ-আফগানিস্তানের বিপক্ষে খেলবে জিম্বাবুয়ে
বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০১৯



---

সব ধরনের জল্পনা-কল্পনা দূর করে সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজে অংশ গ্রহণের কথা নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে ৮ সেপ্টেম্বর ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ করেছে বিসিবি।

জানা যায়, সম্প্রতি জিম্বাবুয়ের আইসিসি সদস্যপদ স্থগিত হওয়ায় আসন ত্রিদেশীয় সিরিজে তাদের অংশ গ্রহণ নিয়ে জেগেছিল শঙ্কা। এমনকি গত ২১ জুলাই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে না খেলার কথা জানিয়েও দিয়েছিলো জিম্বাবুয়ে। তবে এরপরও সিরিজে তাদের পাওয়ার আশায় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের সিরিজে অংশ গ্রহণ ও খেলার সূচি জানায় বিসিবি।

এই সূচি অনুসারে, আগামী ৮ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এরপর ১১ সেপ্টেম্বর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে একটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। আর ১৩ সেপ্টেম্বর ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ।

সিরিজের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং সিরিজের পরের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আর ২৪ সেপ্টেম্বর সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

তবে ত্রিদেশীয় সিরিজের আগে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। এ কারণে আগামী ৩০ অগাস্ট বাংলাদেশে আসবে আফগানরা। এরপর আগামী ১ সেপ্টেম্বর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষে ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচটি।

বাংলাদেশ সময়: ১৭:২৩:৪০   ৩২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
জয় তুলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা
উইন্ডিজদের বিপক্ষে মুকিদুলের চার উইকেট
একদিন আগেই দ. আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান
আবাহনী-মোহামেডান লড়াই আজ
সাকিব-তামিম-মাশরাফি পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার
বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম
ল্যাম্পার্ড: চেলসির নায়ক থেকে খল নায়ক
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্কাইভ