সড়ক ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে - ডিএনসিসি মেয়র

প্রথম পাতা » ছবি গ্যালারী » সড়ক ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে - ডিএনসিসি মেয়র
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯



---

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, ফুটপাত ও সড়কের উপর নির্মিত সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
ফুটপাত ও সড়কে কোনো ধরনের অবৈধ স্থাপনা থাকবে না এ কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের ট্যাক্সের টাকা খরচ করে এ সব রাস্তা ও ফুটপাত নির্মাণ করা হয়েছে। জনগণ কোনো অবস্থাতেই চায় না রাস্তা ও ফুটপাতগুলো অবৈধ দখলদারদের হাতে চলে যাক।
ফুটপাত ও রাস্তা দখল করার কারণে জনগণ অনেক কষ্ট করেন, দুর্ভোগ পোহান বলেও জানান তিনি।
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আজ ডিএনসিসি’র উচ্ছেদ অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ডিএনসিসির মেয়র এসব কথা বলেন।
আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারের ফুটপাত ও সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম এবং সাজিদ আনোয়ারের নেতৃেত্ব ডিএনসিসি এ অভিযান চালায়।
অভিযানকালে প্রায় তিন শতাধিক অস্থায়ী দোকান, শেড, ফুটপাতের উপর নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়।
ডিএনসিসির মেয়র বলেন, ফুটপাত ও সড়ক দখল করে জনগণকে দুর্ভোগে রেখে কোন ধরনের বাণিজ্য করতে দেয়া হবে না।
কারওয়ান বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে বলেও তিনি জানান।
উদ্ধারকৃত ফুটপাত ও সড়ক আবারো যাতে দখল হয়ে না যায় সে জন্য মেয়র গণমাধ্যম এবং জনগণের সহযোগিতা কামনা করেছেন।
আতিকুল ইসলাম বলেন, পুনরুদ্ধারকৃত ফুটপাত ও সড়ক দখল হওয়া থেকে রক্ষা করতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার সমন্বয়ে একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, প্রয়াত মেয়র আনিসুল হক তেজগাঁও সড়কটি ট্রাক-কাভার্ডভ্যানের দখল থেকে মুক্ত করেছিলেন। কারওয়ান বাজারের এ রাস্তাগুলো যদি আমরা অবৈধ দখল থেকে মুক্ত করতে পারি, তাহলে খুব সহজেই এ অঞ্চলের যোগাযোগ নিশ্চিত করা যাবে।
আতিকুল ইসলাম বলেন, কারওয়ান বাজারের এই রাস্তাগুলো অনেক প্রশস্থ, অবৈধ দখলমুক্ত করা গেলে ফার্মগেট থেকে রেল ক্রসিংয়ের পাশ দিয়ে কাওরান বাজারের এ সব রাস্তায় যানজট অনেকটা কমে যাবে।

বাংলাদেশ সময়: ১৭:৫৬:২৩   ১৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ