পাহাড়ের কোলে দেব-পাওলির ‘কাগজের বাড়ি’

প্রথম পাতা » ছবি গ্যালারী » পাহাড়ের কোলে দেব-পাওলির ‘কাগজের বাড়ি’
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯



---

সোমবার মুক্তি পেল অন্বেষার গাওয়া সাঁঝবাতির ‘কাগজের বাড়ি’ গানটি। গানের দৃশ্যায়নে ধরা পড়েছে দেব, পাওলি, লিলি চক্রবর্তী, সোহিনী সেনগুপ্তের মতো অভিনেতা-অভিনেত্রীদের। ‘সাঁঝবাতি’ ছবিটির গানের সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করেছেন অনুপম রায়। এই ছবিতে ‘কাগজের বাড়ি’ ছাড়াও রয়েছে ‘বিসর্জন’ ও ‘ক্ষমা করো’ বলে আরও দুটি গান। ছবিতে অন্বেষা ছাড়াও শোনা যাবে অন্বেষার গলায় গাওয়া গান।

‘কাগজের বাড়ি’ গানের দৃশ্যায়নে দেব ও পাওলিকে দুই বৃদ্ধা লিলি চক্রবর্তী ও সোহিনী সেনগুপ্তকে শহর ছেড়ে পাহাড়ের কোলে বেড়াতে যেতে দেখা গেছে। গানটিতে যেন ছবির এই চার চরিত্র ফের একবার তাঁদের ছেলেবেলায় ফিরে গিয়ে মেতে উঠেছেন ছুটির আনন্দে।

সম্প্রতি মুক্তি পেয়েছে সাঁঝবাতি ছবি ট্রেলার। যেখানে বৃদ্ধা সুলেখার ভূমিকায় দেখা গেছে লিলি চক্রবর্তীকে। ছানাদাদুর ভূমিকায় দেখা গেছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। চাঁদু ও ফুলির ভূমিকায় দেখা গেছে দেব ও পাওলি। যেখানে সম্পর্ক, আবেগের মিশেলে সুন্দর গল্প বলেছেন পরিচালক দ্বয়।

আরও পড়ুন: বরের আসতে দেরী, অন্য পাত্রকে বিয়ে করলেন কনে!

এ প্রসঙ্গে ছবির প্রযোজনা সংস্থা ‘বেঙ্গল টকিজ’-এর কর্ণধার অতনু রায় চৌধুরী বলেন, ”আমি সব সময়ই ভালো গল্পকে গুরুত্ব দিয়েছি। সাঁঝবাতির গল্পতেও সেই রশদ রয়েছে। এই ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন দেব-পাওলি। রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তীর মতো কিংবদন্তি অভিনেত্রী অভিনেত্রীরা।”

সাঁঝবাতিতে অভিনয় করেছেন সন্তু মুখোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, সপ্তর্ষি মৌলিক, সুদীপ মুখোপাধ্যায়, সায়নী ঘোষ, শ্রেয়া ভট্টাচার্যর মতো অভিনেত্রী অভিনেত্রীরা। ছবির সম্পাদনার দায়িত্বে রয়েছেন সুজয় দত্ত রায়। সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন শীর্ষ রায়, কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন বাবা যাদব ও অ্যাডি শর্মিষ্ঠা এবং সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজা নারায়ণ দেব। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২০ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ১৫:০৯:২১   ২৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ