নিউজ২নারায়ণগঞ্জঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি বলেছেন, শহীদ
এম মনসুর আলীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনাদর্শ বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য
অনুসরণযোগ্য। তিনি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহচর।
বঙ্গবন্ধু হত্যার পর আপোষহীন অকুতোভয় এ সংগ্রামী সৈনিক অকাতরে জীবন উৎসর্গ করে
নীতি ও নৈতিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তিনিসহ তাঁর পরবর্তী দুই প্রজন্মের
জাতীয় সংসদে অবদান নিয়ে সংকলিত ‘সংসদে তিন প্রজন্ম’ গ্রন্থটি ঐতিহাসিক দলিল
হয়ে থাকবে।
তিনি আজ বাংলা একাডেমীতে আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে শহীদ এম
মনসুর আলী স্মৃতি সংসদ আয়োজিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের
সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এমপি সম্পাদিত ‘সংসদে তিন প্রজন্ম’ গ্রন্থের
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত
বক্তব্য প্রদান করেন শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদের সভাপতি এ্যাড. মোঃ নুরুল ইসলাম
ঠান্ডু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট
মো. ফজলে রাব্বী মিয়া এমপি, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি, পানি সম্পদ মন্ত্রী
আনোয়ার হোসেন মঞ্জু এমপি, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, বিশিষ্ট সাংবাদিক
ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর
শাকিল জয় এবং বাংলা একাডেমীর মহাপরিচালক ড. শামসুজ্জামান খান।
এ সময় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী ‘সংসদে তিন প্রজন্ম’ গ্রন্থের মোড়ক
উন্মোচন করেন।
স্পীকার বলেন, শহীদ এম মনসুর আলীর দর্শন ও আদর্শকে ধারন করে পিতার পথ অনুসরণ করে
মোহাম্মদ নাসিমও জনগণের কল্যাণে রাজনীতি করে যাচ্ছেন। তিনি আরো বলেন, মোহাম্মদ
নাসিম আন্দোলন সংগ্রাম করেছেন, কারাবরণ করেছেন বহুবার - তবুও তিনি নীতি আদর্শ
থেকে বিচ্যূত হননি। মোহাম্মদ নাসিমের পুত্র তানভীর শাকিল জয় তরুণ সংসদ সদস্য হিসেবে
তাঁর প্রতিভা ও মেধার স্বাক্ষর রেখেছেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘সংসদে তিন প্রজন্ম’ গ্রন্থটি সংসদীয় রীতি
নীতি ও বিতর্কের ধরন সম্পর্কে জানতে তরুণ ও ভবিষ্যত সংসদ সদস্যদের জন্য অনুপ্রেরণা
হিসেবে কাজ করবে। এসময়ে তিনি প্রবীন রাজনীতিবিদদের বই রচনায় অধিক আগ্রহী হওয়ার
জন্য আহবান জানান।
অনুষ্ঠানের শুরুতে ভাষা আন্দোলন ও মুক্তিযদ্ধে শহীদ, ’৭৫ এ বঙ্গবন্ধুসহ অন্যান্য শহীদ,
জেলাখানায় শহীদ জাতীয় চার নেতা এবং গতকাল প্রয়াত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও
যোগাযোগ সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র মাতা মরহুম ফজিলাতুন্নেছার বিদেহী
আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদের
সদস্যবৃন্দ, বুদ্ধিজীবি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বাংলাদেশ সময়: ২০:১০:৩৩ ৪৬৯ বার পঠিত