নারী সাংবাদিকদের দৃশ্যমান উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশ নারী ক্ষমতায়ণের উজ্জ্বল দৃষ্টান্ত - স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারী সাংবাদিকদের দৃশ্যমান উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশ নারী ক্ষমতায়ণের উজ্জ্বল দৃষ্টান্ত - স্পীকার
মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮



---নিউজ২নারায়ণগঞ্জঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন,
নির্ভিকতা, সাহসিকতা ও দৃঢ় মনোবল নিয়ে নারী সাংবাদিকরা এগিয়ে যাচ্ছেন। নারী
সাংবাদিকদের দৃশ্যমান উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশ নারী ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত।
তিনি আজ আর্ন্তজাতিক নারী দিবস-২০১৮ উপলক্ষ্যে ঢাকা রিপোর্টার্স
ইউনিটি আয়োজিত ‘গণমাধ্যমে নারী ও কর্মপরিবেশ’ শীর্ষক আলোচনা সভা এবং
সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।
স্পীকার বলেন, কর্মস্থলে প্রতিকূল পরিবেশ থাকবে। তারপরও নারীদের তাদের অবস্থান
থেকে সরে আসলে চলবে না। নারীদের নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হতে হবে,
নারীদের সামনে এগিয়ে যেতে হবে এবং এ এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ
এগিয়ে যাবে।
স্পীকার বলেন, সাংবাদিকতা একটি কঠিন ও চ্যালেঞ্জিং পেশা। এ পেশায় টিকে
থাকতে তাদের অনেক সংগ্রাম করতে হয়। সেজন্য নারীদের জন্য উত্তম কর্মপরিবেশ নিশ্চিত
করতে হবে এবং তাদেরকে নীতি নির্ধারনী পর্যায়ে আসীন করতে হবে– যাতে পুরুষের
পাশাপাশি নারীদের সমসুযোগ ও ক্ষমতায়ন নিশ্চিত হয়।
স্পীকার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে নারীবান্ধব
আইন ও নীতি প্রণয়ন করা হয়েছে। ফলে নারীদের অগ্রযাত্রায় পিছনে ফিরে যাওয়ার
সুযোগ নেই। তাদের পথ চলাকে সহজ করে নিতে হবে। তাদের নিজের মধ্যে যে শংকা
রয়েছে তা থেকে বেরিয়ে আসতে হবে। নারীরা এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে।
তিনি আরো বলেন, শুধু নারী দিবসের কর্মসূচীতেই নারীদের নিয়ে আলোচনা
করলে চলবে না বরং তাদের জন্য কোন কোন ক্ষেত্রে তাদের উন্নয়ন করতে হবে সেক্ষেত্রগুলো
চিহ্নিত করতে হবে এবং তার সমাধানে পথ নির্দেশনা দিতে হবে। তবেই নারীর প্রকৃত
উন্নয়ন সম্ভব হবে।
এসময় অনুষ্ঠানে দেশের বরেণ্য নারী সাংবাদিক ও রিপোর্টার ইউনিটের সাবেক
সহ সভাপতি মাহমুদা চৌধূরী ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা
ইয়াসমিনকে সম্মাননা প্রদান করা হয়।
ঢাকা রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলীর সঞ্চালনায় ও
সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য মধ্যে স্বাগত বক্তব্য দেন
সাংবাদিক জান্নাতুল ফেরদৌস পান্না এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক

ঝর্ণা মনি। অনুষ্ঠানে দেশের বরেণ্য নারী সাংবাদিকগণ সাংবাদিকতা পেশায় তাদের
অভিজ্ঞতার বিবরণ তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৭:০৭:৫৫   ৩৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ