বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সাথে মিসেস নিলুফার জাফর উল্লাহ এমপির নেতৃত্বে জোন্টা ক্লাব ইন্টান্যাশনাল এর ০৬ (ছয়) সদস্যের একটি প্রতিনিধি দল আজ তাঁর কার্যালয়ে সাক্ষাত করেন।
প্রতিনিধি দল জোন্টা ক্লাব ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপিকে ক্লাবের সম্মাননা সদস্য পদ প্রদান করেন।
প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে জোন্টা ক্লাব-৩ এর প্রেসিডেন্ট মিসেস রেহেনা আশরাফ, জোন্টা ডিস্ট্রিক্ট গভর্ণর মিসেস ফাহমিদা করিম, ড. রুবিনা হোসাইন, মিসেস রুবিনা কাদের এবং মিসেস নাজমা সফিক উপস্থিত ছিলেন।
সাক্ষাতকালে তাঁরা নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতাকরণ, স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, বাল্য বিবাহ প্রতিরোধ প্রভৃতি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বাংলাদেশ সময়: ১৭:১৪:০৬ ৭৬১ বার পঠিত