নিউজ২নারায়ণগঞ্জঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, শিল্পীরা রং তুলি দিয়ে জীবন ও সমাজের চিত্র তুলে ধরেন। এ চিত্রগুলো জীবন ঘনিষ্ঠ হওয়ায় এর মাধ্যমে জনজীবনের অভিব্যক্তি প্রকাশিত হয়।
তিনি আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অলটারনেটিভস(ইউডা) চারুকলা বিভাগের যৌথ উদ্যোগে শত নারীর শিল্পকর্ম প্রদর্শনী-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।
স্পীকার বলেন, বাংলাদেশের সকল ক্ষেত্রে বিভিন্ন পেশায় নারীরা তাদের নিজেদের মেধা, শ্রম ও যোগ্যতা প্রমান করেছে। এ অগ্রযাত্রায় নারীদের পিছনে থাকার সুযোগ নেই। তারা এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। তাহলেই দেশের উন্নয়ন সম্ভব হবে।
স্পীকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে নারীবান্ধব আইন ও নীতি প্রণয়নের ফলে নারী ক্ষমতায়নে বাংলাদেশ আজ সারা বিশ্বে এক উজ্জল দৃষ্টান্ত। নারীদের অতীত গৌরব ও ঐতিহ্যের কথা স্মরণ করে তিনি বলেন, বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নারীরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। নারীদের এ ঐতিহ্যের ধারাকে সকলের মাঝে ছড়িয়ে দিতে তিনি সকলের প্রতি উদাত্ত আহবান জানান।
পরে স্পীকার শত নারীর শিল্পকর্ম প্রদর্শনী-২০১৮ এর শুভ উদ্বোধন করেন এবং এর বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে সাবেক সচিব সুরাইয়া বেগম এনডিসি এবং ইউডার প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক মুজিব খান বক্তৃতা করেন।
বাংলাদেশ সময়: ২১:২৪:৪৬ ৫০৮ বার পঠিত