ফতুল্লার মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ২২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানাযায়,ফতুল্লার মডেল থানার এস,আই ফাহেয়াত উদ্দিন রক্তিম গত রোববার বিকেলে সাইন বোর্ড চেকপোষ্ট এলাকা থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক সেবনকারীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো,পূর্ব বাসাবো সবুজ বাগ এলাকার দুলাল ভূইয়ার ছেলে হৃদয় (২২),কামাল উদ্দিন রাজু ছেলে রুবেল হোসেন রাজু (২৪) ।
অপরদিকে, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস,আই প্রকাশ চন্দ্র সরকার গত সোমবার রাতে ফতুল্লার লিংক রোড এলাকা থেকে ২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরিফ হোসেন (৩০) কে গ্রেপ্তার করেছে। সে ঐ এলাকার মৃত এ.কে.এম সিদ্দিকুর রহমানের ছেলে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় পৃথকভাবে ২টি মামলা দায়ের করেছে।
বাংলাদেশ সময়: ২১:৪৬:৫৪ ৫৪৯ বার পঠিত