
ফরিদপুরের চরভদ্রাসনে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্থ ১২শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী)। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কয়েকটি স্থান ঘুরে কাজ হারানো মানুষের মাঝে ব্যক্তি তহবিল হতে ত্রাণ হিসেবে চাল, ডাল, আলু, পেঁয়াজ ও তেল তুলে দেন নিক্সন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা, থানা অফিসার ইনচার্জ নাজনীন খানম, ওসি (তদন্ত) আব্দুল গাফ্ফার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মাস্টার ও থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্যা। তিন উপজেলায় অব্যাহত ত্রাণ বিতরন কার্যক্রমের অংশ হিসেবে একই দিন তার নির্বাচনী এলাকা (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) এর বিভিন্ন স্থানে রাস্তায় ভ্রাম্যমাণ রিকশা ও ভ্যান চালকদের করোনার বিষয়ে সচেতন করার পাশাপাশি তাদের প্রত্যেকের হাতে নগদ ৫শত টাকার আর্থিক সহায়তা প্রদান করেন নিক্সন চৌধুরী।
জানা যায়, পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নের দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হবে।
বাংলাদেশ সময়: ২২:৩৪:২২ ২০৩ বার পঠিত