ফতুল্লা মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় মাদক বিরোধী অভিযানে ৪শ‘পিস ইয়াবা ট্যাবলেট ৫শ গ্রাম গাঁজাসহ ৪ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানান, এস,আই সাইফুর রহমান গত ১২ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে সস্তাপুর এলাকা থেকে ৫শ গ্রাম গাঁজাসহ কুতুব উদ্দিন মোল্লা ৯৪৫) কে গ্রেপ্তার করেছে। সে ঐ এলাকার মৃত তাইজুদ্দিন মোল্লার ছেলে।
এস,আই শাফিউল আলম ও তার সংগীয় ফোর্স নিয়ে গত সোমবার রাতে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নরসিংপুর এলাকা থেকে কবির হোসেন (৩২) কে গ্রেপ্তার করেছে। সে সদর নারায়ণগঞ্জ থানাধীন গোপচর এলাকার মো.মোহর চাঁনের ছেলে।
এস,আই ফায়েত উদ্দিন রক্তিম গতসোমবার রাতে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কাশীপুর বাংলা বাজার এলাকার আক্তার হোসেন (৫৫) ও তার ছেলে সাকিব (২৬) কে গ্রেপ্তার করেছে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
বাংলাদেশ সময়: ২১:০৩:২৪ ১৩১৭ বার পঠিত