দেশের বাণিজ্য উন্নয়নে আন্তরিকভাবে কাজ করুন - প্রধানমন্ত্রীর মুখ্যসচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের বাণিজ্য উন্নয়নে আন্তরিকভাবে কাজ করুন - প্রধানমন্ত্রীর মুখ্যসচিব
সোমবার, ১৭ আগস্ট ২০২০



---

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের বাণিজ্য উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার জন্য বিভিন্ন মিশনে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ ৬টি দেশে বাংলাদেশের বাণিজ্যিক মিশনে নতুন নিয়োগপ্রাপ্ত কমার্সিয়াল কাউন্সেলর, প্রথম সচিব এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্য সারির কর্মকর্তাদের জন্য আয়োজিত ইন-হাউজ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া। সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো: জাফর উদ্দীন। সভায় স্বাগত বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওবায়দুল আজম।
বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় মন্ত্রিপরিষদ বিভাগ নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার ভিত্তিতে কর্মকর্তাদের নিয়োগ দেয়া হয়। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ৬টি দেশে অবস্থিত বাণিজ্যিক মিশনে প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। দেশগুলো হচ্ছে, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস, মায়ানমার, ইরান, চীন এবং বেলজিয়াম।
কমার্সিয়াল উইং-এ নবনিযুক্ত কর্মকর্তাগণ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের কয়েকজন প্রতিভাবান কর্মকর্তা ১৪ দিনের ইন-হাউজ প্রশিক্ষণে বাংলাদেশের অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য, রপ্তানি নীতি, আমদানি নীতি, বৈদেশিক বাণিজ্য চুক্তির বিধিবিধান বিষয়ে জ্ঞান লাভ করবেন।
সভায় বাণিজ্য সচিব আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগণ তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান লাভ এবং আত্মবিশ্বাস অর্জন করবেন যা তাদের সরকারি দায়িত্ব পালনে সহায়ক হবে। বিশেষ অতিথি প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের পেশাদারিত্বের সাথে সংশ্লিষ্ট সকলের সাথে যোগাযোগ স্থাপন করে দেশের ইতিবাচক ইমেজ তৈরিতে কাজ করার পরামর্শ দেন।

বাংলাদেশ সময়: ২১:৪০:৪৪   ৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ