বিশ্বে করোনায় মৃত্যু ১০ লাখ ৬ হাজার ছাড়িয়েছে

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে করোনায় মৃত্যু ১০ লাখ ৬ হাজার ছাড়িয়েছে
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০



---

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৩৭ মানুষ করোনাভাইরাসে মারা গেছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, একই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছে ২ লাখ ৩০ হাজার ৫৪৭ জন। সবমিলিয়ে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ১০ লাখ ৬ হাজার ১২৯ জনের। আর আক্রান্ত হয়েছে ৩ কোটি ৩৫ লাখ ৪৩ হাজার ৭১৪ জন। তবে সুস্থ হয়েছে ২ কোটি ৪৮ লাখ ৭২ হাজার ৯১৫ জন।

করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ভারতে। সেখানে নতুন করে ৭৭৭ জন করোনায় মারা গেছে। এসময় আক্রান্ত হয়েছে ৬৯ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৯৬ হাজার ৩৫১ জনের। আর আক্রান্ত হয়েছে ৬১ লাখ ৪৩ হাজারের বেশি মানুষ।

বিশ্বজুড়ে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। সেখানে নতুন করে আরও ৩৮৫ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ১৬ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে দক্ষিণ আমেরিকার দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ৪২ হাজার ১৬১ জনের। আর আক্রান্ত হয়েছে ৪৭ লাখ ৪৮ হাজারের বেশি মানুষ।

গত ২৪ ঘণ্টায় তৃতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে আর্জেন্টিনায়। ব্রাজিলের প্রতিবেশী দেশটিতে নতুন করে ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ১১ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে দক্ষিণ আমেরিকার দেশটিতে মৃত্যু হয়েছে ১৬ হাজার ১১৩ জনের। আর আক্রান্ত হয়েছে ৭ লাখ ২৩ হাজারের বেশি মানুষ।

এদিকে বৈশ্বিক মৃত্যুর দিক দিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে নতুন করে মারা গেছে ৩৫৫ জন। সবমিলিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ৯ হাজার ৮০৮ জনের। আর নতুন করে আক্রান্ত হয়েছে ৩৭ হাজারের বেশি মানুষ। ফলে আক্রান্তের সংখ্যা ৭৩ লাখ ৬১ হাজার ছাড়িয়েছে।

বাংলাদেশ সময়: ১২:২৭:৩১   ৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ