ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুর থেকে এক অজ্ঞাত পরিচয় (৪৫) ব্যক্তির লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে।
সোমবার সকাল ৯টার দিকে পৌর শহরের মালদারপাড়া নাছরীন নবী স্কুলের পেছনের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। তাক্ষৎণিক লাশটির পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুকুর থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার বলেন, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত চলছে।
বাংলাদেশ সময়: ১৫:২৯:১২ ৩৭৯ বার পঠিত