মাদক চোরাকারবারে জড়িত থাকায় এবং একজন চীনা পুলিশ কর্মকর্তাকে হত্যার দায়ে মিয়ানমারের দুই নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চীনের একটি আদালত। এছাড়া রায়ে মিয়ানমারের আরও দুই নাগরিকের ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন চীনের ইউনান প্রদেশের ওই আদালত।
জানা গেছে, দণ্ডিতদের মধ্যে একজন ২০১৬ সালের ৪ নভেম্বর ইউনান প্রদেশের সিশুংবাং দাই অটোনোমাস এলাকায় এক চীনা পুলিশ অফিসারকে গুলি করে হত্যা করে। এরপর অন্য একজন এবং তার দুই সহযোগী মিয়ানমারে পালিয়ে যায়। ২০১৬ সালের ৬ নভেম্বর তাদেরকে আটক করে বন্দুক ও ১১টি বুলেটসহ চীনা পুলিশের কাছে হস্তান্তর করে মিয়ানমার। দীর্ঘ শুনানি শেষে আদালত বুধবার এই রায় দেয়। তবে দণ্ডিত চারজনই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন।
ইউনান প্রদেশের সীমান্ত এলাকা ‘গোল্ডেন ট্রায়াঙ্গল’ নামে পরিচিত। এটি মিয়ানমার, লাওস এবং থাইল্যান্ডের সঙ্গে সংযুক্ত। মাদক চোরাচালানের জন্য বিখ্যাত এ সীমান্তে চীনা পুলিশ বিভিন্ন সময় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। সূত্র: গ্লোবাল টাইমস
বাংলাদেশ সময়: ১২:১৬:৪৫ ৩৪৬ বার পঠিত