রূপগঞ্জে স্টিল মিলে ভাট্টি বিস্ফোরণে নিহত বেড়ে ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে স্টিল মিলে ভাট্টি বিস্ফোরণে নিহত বেড়ে ৪
শুক্রবার, ৫ মে ২০২৩



রূপগঞ্জে স্টিল মিলে ভাট্টি বিস্ফোরণে নিহত বেড়ে ৪

রূপগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে শুক্রবার (৫ এপ্রিল) বিকেল ৩ টা পর্যন্ত ৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- শংকর (৪০), ইলিয়াস আলী (৩৫), নিয়ন (২০) ও আলমগীর হোসেন (৩০)। এছাড়াও দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন আরও তিনজন।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে উপজেলার গাউছিয়া সাউঘাট এলাকার আরআইসিএল স্টিল মিলে লোহা গলানোর ভাট্টিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গলিত তরল লোহা শ্রমিকদের ওপর ছিটকে পড়লে গুরুতর দগ্ধ হন সাতজন।

এদের মধ্যে হাসপাতালে নেয়ার পর মারা যান শংকর, রাত ১২টার দিকে মারা যান ইলিয়াস আলী, শুক্রবার (৫ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে মারা যান নিয়ন, দুপুর সাড়ে ১২টার দিকে আলমগীর হোসেন।

হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে ৯৭ শতাংশ দগ্ধ নিয়ে জুয়েল, ৯৫ শতাংশ দগ্ধ নিয়ে রাব্বি এবং ২৮ শতাংশ দগ্ধ নিয়ে ইব্রাহিম ভর্তি আছেন। তাঁদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া চার জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরআইসিএল স্টিল মিলের সুপারভাইজার হারুন উর রশিদ জানান, কারখানার ভাট্টিতে লোহা গলানোর সময় হঠাৎ করেই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে গলিত লোহা চারদিকে ছড়িয়ে পড়ে ৭ জন শ্রমিক গুরুতর দগ্ধ হন। আহতদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

এদিকে, আড়াইহাজার ফায়ার সার্ভিসের সাব অফিসার শহীদ আলম বলেন, বিকেল তিনটায় ঘটনা ঘটলেও রহস্যজনক কারণে পুলিশ এবং ফায়ার সার্ভিসকে তারা অনেক পরে জানায়। যেখানে ঘটনা ঘটেছে সেখানে অগ্নি নির্বাপক কোন যন্ত্র দেখা যায়নি।

এছাড়া শ্রমিকরা যে ধরনের নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করার কথা সেগুলো তারা ব্যবহার করেনি বলেও মিলস সূত্রে জানতে পেরেছি।

বাংলাদেশ সময়: ১৯:৪৫:৩৪   ২৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধান শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতি ও কোটি টাকা আত্মসাতের অভিযোগ
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সরিষাবাড়ীতে মানববন্ধন
জামালপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ ৩ জন আটক
রাঙ্গামাটিতে ‘জিপিএ ৫’ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘ডিও লেটার’ প্রদান
জার্মান রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ, সম্পর্ক জোরদারের অঙ্গীকার
ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রীতির বার্তা পৌঁছে দেবে মডেল মসজিদ : ধর্ম উপদেষ্টা
প্রতিহিংসার রাজনীতির কবর দিতে আবু সাঈদরা জীবন দিয়েছেন : শিবির সভাপতি
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন
বাংলাদেশি বিয়ে করতে চান রুশ মডেল, কেমন ছেলে পছন্দ
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ