রূপগঞ্জে স্টিল মিলে ভাট্টি বিস্ফোরণে নিহত বেড়ে ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে স্টিল মিলে ভাট্টি বিস্ফোরণে নিহত বেড়ে ৪
শুক্রবার, ৫ মে ২০২৩



রূপগঞ্জে স্টিল মিলে ভাট্টি বিস্ফোরণে নিহত বেড়ে ৪

রূপগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে শুক্রবার (৫ এপ্রিল) বিকেল ৩ টা পর্যন্ত ৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- শংকর (৪০), ইলিয়াস আলী (৩৫), নিয়ন (২০) ও আলমগীর হোসেন (৩০)। এছাড়াও দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন আরও তিনজন।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে উপজেলার গাউছিয়া সাউঘাট এলাকার আরআইসিএল স্টিল মিলে লোহা গলানোর ভাট্টিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গলিত তরল লোহা শ্রমিকদের ওপর ছিটকে পড়লে গুরুতর দগ্ধ হন সাতজন।

এদের মধ্যে হাসপাতালে নেয়ার পর মারা যান শংকর, রাত ১২টার দিকে মারা যান ইলিয়াস আলী, শুক্রবার (৫ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে মারা যান নিয়ন, দুপুর সাড়ে ১২টার দিকে আলমগীর হোসেন।

হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে ৯৭ শতাংশ দগ্ধ নিয়ে জুয়েল, ৯৫ শতাংশ দগ্ধ নিয়ে রাব্বি এবং ২৮ শতাংশ দগ্ধ নিয়ে ইব্রাহিম ভর্তি আছেন। তাঁদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া চার জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরআইসিএল স্টিল মিলের সুপারভাইজার হারুন উর রশিদ জানান, কারখানার ভাট্টিতে লোহা গলানোর সময় হঠাৎ করেই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে গলিত লোহা চারদিকে ছড়িয়ে পড়ে ৭ জন শ্রমিক গুরুতর দগ্ধ হন। আহতদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

এদিকে, আড়াইহাজার ফায়ার সার্ভিসের সাব অফিসার শহীদ আলম বলেন, বিকেল তিনটায় ঘটনা ঘটলেও রহস্যজনক কারণে পুলিশ এবং ফায়ার সার্ভিসকে তারা অনেক পরে জানায়। যেখানে ঘটনা ঘটেছে সেখানে অগ্নি নির্বাপক কোন যন্ত্র দেখা যায়নি।

এছাড়া শ্রমিকরা যে ধরনের নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করার কথা সেগুলো তারা ব্যবহার করেনি বলেও মিলস সূত্রে জানতে পেরেছি।

বাংলাদেশ সময়: ১৯:৪৫:৩৪   ১৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
নেত্রীর জন্য জান দেবেন আর সিদ্ধান্ত মানবেন না, সেটা উচিত না - সমাজকল্যাণ মন্ত্রী
বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নিন : পররাষ্ট্রমন্ত্রী
প্রাথমিকের শূন্য পদে নিয়োগে পদক্ষেপ নিতে বলল সংসদীয় কমিটি
বিদ্যুৎ প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির
কিশোর গ্যাং দমনে কঠোর হতে বলল সংসদীয় কমিটি
নাইজেরিয়ায় স্থলমাইন বিস্ফোরণে জিহাদি বিরোধী ১১ মিলিশিয়া যোদ্ধা নিহত
শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
পরবর্তী সার্ভে ও সেটেলম্যান্ট অপারেশনে দিনাজপুর জোনকে অগ্রাধিকার দেওয়া হবে : ভূমিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ