‘ছায়াবাজ’ সিনেমা থেকে বাদ পড়ছেন সায়ন্তিকা!

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘ছায়াবাজ’ সিনেমা থেকে বাদ পড়ছেন সায়ন্তিকা!
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩



‘ছায়াবাজ’ সিনেমা থেকে বাদ পড়ছেন সায়ন্তিকা!

প্রথমবারের মতো ঢাকাই সিনেমায় অভিনয় করতে এসেই বিতর্কের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। কথা ছিল ১২ সেপ্টেম্বর পর্যন্ত শুটিং করার, তবে তার আগেই ৭ সেপ্টেম্বর কলকাতায় চলে যান অভিনেত্রী। শুটিং শেষ না করে নায়িকার এভাবে চলে যাওয়া নিয়ে উঠেছে অভিযোগ ও পাল্টা-অভিযোগ।

আরও একবার জায়েদ খান ও সায়ন্তিকাকে নিয়ে অভিযোগ করলেন প্রযোজক মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘ছায়াবাজ সিনেমার যে গল্প এটি নিয়ে আমাদের সিনেমা বানানোর কথা ছিল না। এটি একটি ওয়েব ফিল্মের গল্প। তবে জায়েদ খানের অনুরোধে এটি সিনেমা করা। অথচ সেই জায়েদ খানই আমাকে ফাঁসিয়ে দিল সায়ন্তিকার সঙ্গে মিলে।’

প্রযোজক আরও বলেন, ‘আমার দেশের শিল্পীকে অপমান করবে, আর আমি সেটা মেনে নিয়ে কাজ করব, তা হবে না। আজ সায়ন্তিকা মাইকেলকে অপমান করেছে, কাল অন্য একজনকে করতে পারত, পরশু অন্যজনের সঙ্গে হতো। এর সমাধান না হলে প্রয়োজনে আমি কাজ করব না। আমার যা ক্ষতি হয়, হবে।’

এর আগে জায়েদ খান গণমাধ্যমে কিছু সমস্যার কথা তুলে ধরে বলেন, ‘কস্টিউমের সমস্যা ছিল শুটিং সেটে। আমি নিজে কিছু ড্রেস ম্যাচিং করে নিয়ে এসেছি আমার আর সায়ন্তিকার। এগুলো আমার কাজ নয়। তবুও সিনেমার স্বার্থে আমি এসব করেছি। ড্রেস চেঞ্জ করতে গিয়ে যদি ড্রেস না পাওয়া যায় এবং তার বিকল্প কী হতে পারে এসব ঠিক করবে কে? বিভিন্ন সময়ে প্রযোজক মিথ্যাচার করছেন। তার কথা ও কাজে মিল নেই।’

এ প্রসঙ্গে প্রযোজক মনিরুল ইসলাম বলেন, ‘জায়েদ খানকে নায়িকার ড্রেস দিতে হবে কেন? আমি সায়ন্তিকার ড্রেস বাবদ আলাদা ৫০ হাজার রুপি দিয়েছি। পারিশ্রমিকের মধ্যেই জায়েদ খানের ড্রেসের টাকা ধরা হয়েছে। এতসব মিথ্যাচার আর নিতে পারছি না। আমি ছায়াবাজ সিনেমার কাজ আর করব না। আর যদি করিও, সায়ন্তিকাকে বাদ দিয়ে দেশি শিল্পী নিয়ে নতুন করে এই ছবির কাজ শুরু করব।’

নায়িকা-প্রযোজক ও নায়কের পাল্টাপাল্টি অভিযোগে তাজু কামরুল পরিচালিত ‘ছায়াবাজ’ সিনেমাটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:২১   ১৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
পিআর পদ্ধতিতে নির্বাচন দিয়ে কালো টাকা ছড়ানোর পথ বন্ধ করতে হবে
নতুন প্রযুক্তির ক্যাবলের চাহিদা বাড়বে : ফয়েজ আহমদ তৈয়্যব
জুলাই-আগস্টের শহীদরা আমাদেরকে গণতন্ত্রের স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছেন : মির্জা ফখরুল
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
গণতন্ত্র উত্তরণে বাধা সৃষ্টির চেষ্টা চলছে : তারেক রহমান
সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা
‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা নিরপেক্ষ ও স্বচ্ছ করতে ডিসিদের প্রতি তথ্য উপদেষ্টার আহ্বান
জামালপুরে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সমঝোতা: ছিনিয়ে নেওয়া আসামি হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ