সরিষাবাড়ীতে নৌকা ও স্বতন্ত্র সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টায় আহত- ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে নৌকা ও স্বতন্ত্র সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টায় আহত- ২
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩



সরিষাবাড়ীতে নৌকা ও স্বতন্ত্র সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টায় আহত- ২

জামালপুর প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামালপুরে সরিষাবাড়ীতে নৌকা ও স্বতন্ত্র সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ২ জন।

মঙ্গলবার দুপুরে সরিষাবাড়ী রেল স্টেশন এলাকায় মেইন রোড়ের ওপর নৌকা প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল ও স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আব্দুর রশিদ সমর্থকদের মধ্যে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ঘটনা সূত্রে জানা যায়, পৌরসভার চকহাটবাড়ী গ্রামের আব্দুল হকের ছেলে ফয়জুল ইসলাম মিঠু স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আব্দুর রশিদের সমর্থক হিসেবে কাজ করছিল। সে নৌকার সমর্থক ও উপজেলা শ্রমিক লীগের সদস্য বেলাল হোসেন নামে মিথ্যা অপবাদ দেয় যে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জলিল ফকিরকে গালিগালাজ করেছে।

পরে এ বিষয়টি স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ছামান আলী ইঞ্জিনিয়ার বেলাল হোসেনের আছে জানতে চাইলে বেলাল হোসেন বিষয়টি অস্বীকার করেন এবং কে বলেছে সেটি জানতে চান। পরে তিনি বলেন মিঠু বলেছে।

পরে বেলাল হোসেন মিঠুর চাচা লুৎফর রহমানকে বিষয়টি জানায়। লুৎফর রহমান তার ভাতিজাকে এসব মিথ্যা অপপ্রচার থেকে দূরে থাকতে বলে এবং স্বতন্ত্রের পক্ষে কাজ করতে নিষেধ করে। পরে ফয়জুল ইসলাম মিঠু তার চাচার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলে এটা তার একান্তই ব্যক্তিগত বিষয়। পরে চাচা লুৎফুর রহমান রাগান্বিত হয়ে ভাতিজাকে মারধর করে।

পরে ভাতিজা এ বিষয়টি স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের জানালে উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু নেতৃত্বে দলবল নিয়ে এসে ঘটনাস্থলে মার মুখি অবস্থান নিয়ে তারা প্রতিবাদ জানায়।

পরে নৌকার সমর্থকরা তৎক্ষণাৎ সংঘটিত হয়ে আগত স্বতন্ত্র সমর্থকদের ধাওয়া করলে উভয়ের মধ্যে সংঘর্ষ সৃষ্টি। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এ বিষয়ে লুৎফর রহমান বলেন, এটি আমাদের একান্তই পারিবারিক ও ব্যক্তিগত বিষয়। কিন্তু দুঃখজনক হলেও সত্যি। এটি ভাতিজার ভুলের কারণে দলগতভাবে চলে গেছে।

অপরদিকে বেলাল হোসেন জানান, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা পারিবারিক বিষয়টিকে দলীয়ভাবে নিয়ে গেছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মুশফিকুর রহমান বলেন, নৌকা ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং যে কোন মোকাবেলায় পুলিশ সচেষ্ট রয়েছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০:১৩:৩০   ৩৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ ক্রীড়াঙ্গণের ঐতিহ্য ফিরিয়ে আনতে চান মাসুদুজ্জামান
নিরাপদ সড়ক গড়তে ডাটাবেজ তৈরি করছে প্রশাসন
জামালপুরে নারীলোভী প্রিন্সিপালের বিরুদ্ধে জুতা-ঝাড়ু মিছিল ও মানববন্ধন
বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে নজর দিচ্ছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী
ওয়াকফ সম্পত্তি সংরক্ষণ ও উন্নয়ন কার্যক্রমে সরকার কাজ করছে - ধর্ম উপদেষ্টা
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাক্ষাৎ
বেগম খালেদা জিয়ার বাসভবনে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: গণশিক্ষা উপদেষ্টা
জামালপুর জেলা বিএনপির নতুন কমিটি: সভাপতি শামীম ও সম্পাদক মামুন
চীনে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নির্মাণাধীন জাহাজ পরিদর্শন করলেন নৌপরিবহন উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ