কোন শ্রমিক তার কারখানার ক্ষতি করবে না: শ্রম সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » কোন শ্রমিক তার কারখানার ক্ষতি করবে না: শ্রম সচিব
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪



কোন শ্রমিক তার কারখানার ক্ষতি করবে না: শ্রম সচিব

কোনো শ্রমিক তার গার্মেন্টস কারখানার ক্ষতি করতে পারে না উল্লেখ করে দেশের পোশাক শিল্পাঞ্চলে সাম্প্রতিক অস্থিরতার পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন থাকতে পারে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁয়ে অবস্থিত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ৮ নং ফ্লোরে অনুষ্ঠিত ‘শ্রম অধিকার ও পোশাক খাতে অস্থিরতা নিয়ে ছায়া সংসদ’ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শ্রম সচিব বলেন, আমাদের এখানে অনেক অসচ্ছ্বতা আছে। শ্রম অধিকার পদে পদে লঙ্ঘিত হচ্ছে। আমরা হটলাইন খুলেছি। ইতিমধ্যে ৪০০ অভিযোগ এসেছে। বিতর্কে একটি কথা উঠেছে, মজুরি বাড়ছে না। শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড রয়েছে। সাড়ে ১২ হাজার টাকা বেসিক। এছাড়াও বোনাসসহ আরও কিছু সুবিধা তারা পান। আমরা এখন সহজেই বেতন ডাবল করতে পারব না। মজুরি বোর্ড নির্ধারণ করবে। তবে আমরা সব পক্ষকে নিয়ে আলোচনা করবো।

তিনি বলেন, বাংলাদেশে যে অসন্তোষ রয়েছে সেগুলো নিয়ে বিতর্ক রয়েছে। আমি ইতোমধ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থাসহ (আইএলও) বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে বসেছি।

পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে শ্রমিকদের ১০০ ভাগ দাবি মানা হয় উল্লেখ করে তিনি বলেন, সব জায়গায় অসন্তোষ রয়েছে। কোনো শ্রমিক তার গার্মেন্টস কারখানার ক্ষতি করতে পারে না। দেশের পোশাক শিল্পাঞ্চলে সাম্প্রতিক অস্থিরতার পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন থাকতে পারে।

শ্রমিক নেতাদের মধ্যে অনেক বিভেদ উল্লেখ করে তিনি বলেন, এক পক্ষ আরেক পক্ষকে সহ্য করতে পারে না। এতে করে সাধারণ শ্রমিকদের ভয়েস রেইজ হচ্ছে না। শ্রমিকদের যে ২৫ দফা দাবি রয়েছে এর মধ্যে কিছু যৌক্তিক, কিছু রয়েছে অযৌক্তিক। তাদের দাবি ছিল বিগত সকল বকেয়া ফেরত দিতে হবে।

রফতানির ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় বৃহত্তম উল্লেখ করে শ্রম সচিব বলেন, এখানে যেন অস্থিরতা তৈরি না হয়। নাহলে অর্থনৈতিক অবস্থা খারাপ হবে। শ্রমিক অসন্তোষ অনেকটা দূর হয়ে গেছে।

এসময় আরও উপস্থিত ছিলেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:২৬:৪১   ১৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ইনসাফভিত্তিক-সুন্দর নারায়ণগঞ্জ গড়ার চেষ্টা করছি: মাওলানা মইনুদ্দিন
বড়দিন উপলক্ষে নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই: এসপি
শহীদ হাদি ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন বীর : শিবির সভাপতি
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রাবির ৬ ডিন
নির্বাচন বানচাল করতেই ওসমান হাদিকে হত্যা: জুনায়েদ সাকি
সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের ১০০০ রেগুলেটর ধ্বংস
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেন তিন বাহিনী প্রধান
বিএনপি ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করবে : তারেক রহমান
ফ্যাসিবাদী শাসনামল ছিল গণমাধ্যমের জন্য কঠিন সময়: মতিউর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ