ফ্যাসিবাদের সিন্ডিকেট এখনও নির্মূল হয়নি: শফিকুর রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফ্যাসিবাদের সিন্ডিকেট এখনও নির্মূল হয়নি: শফিকুর রহমান
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪



ফ্যাসিবাদের সিন্ডিকেট এখনও নির্মূল হয়নি: শফিকুর রহমান

ফ্যাসিবাদের আমলে গড়ে ওঠা সিন্ডিকেট অন্তর্বর্তী সরকার এখনও নির্মূল করতে পারেনি। এখনও সব জায়গায় ষড়যন্ত্রকারী বসে আছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের রুকন সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

জামায়াতের আমির বলেন, ‘কীভাবে এক দেশের শাসক নিজের গদি টিকিয়ে রাখতে গুলি চালানোর নির্দেশ দেয়! গুলি চালালেই গদি রক্ষা হয় না। তারা মনে করেছে আমরাই সব। যেভাবে ফেরাউন বলেছিল ‘আমিই তোমাদের রব’। তারা ধরাকে সরা জ্ঞান করেছিল। তারা শুধু আইনশৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেয়নি বরং হেলমেট বাহিনীকেও ব্যবহার করেছিল।’

এমন হত্যাকাণ্ড আর চান জানিয়ে তিনি বলেন, ‘আমরা আর একটি সন্তানও হারাতে চাই না। ষড়যন্ত্রের মাধ্যমে দেশের সূর্য সন্তানদের হত্যা করা হয়েছে। ফাঁসিতে ঝুলানো হয়েছে। আমাদের আর পেছনে তাকানোর সময় নেই।’

যে চেতনার ভিত্তিতে বিপ্লব এসেছে তার বেশিরভাগ অপূরণ রয়ে গেছে উল্লেখ করে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ‘যারা দেশের দায়িত্বে রয়েছেন তাদের দেশের জনগণ ঐক্যমত্যের ভিত্তিতে এই দায়িত্ব দিয়েছে। আমরা তাদের বলব ১৮ কোটি মানুষকে আপনাদের সম্মান করতে হবে। এই বিপ্লবের চেতনাকে ধারণ করে সমস্ত জঞ্জালকে পরিষ্কার করার জন্য জনগণকে সঙ্গে নিয়ে সাহসিকতার সঙ্গে আপনাদের এগিয়ে যেতে হবে। এর কোনো বেশকম জনগণ দেখতে চায় না।’

তিনি আরও বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে নারীদের সম্মানের সঙ্গে গর্বিত নাগরিকের মর্যাদা দেয়া হবে। নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। নারী যেন তার পূর্ণ মর্যাদা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারে সেই ব্যবস্থা করা হবে।’

ধর্ম ও বর্ণের কোন বৈষম্যমূলক রাষ্ট্র চায় না জামায়াত। সবার জন্য সমান সুযোগ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ সময়: ১৫:০৪:০০   ১৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
নতুন দেশে শ্রম বাজার উন্মুক্ততে কাজ করছে মন্ত্রণালয়: আসিফ নজরুল
বাল্যবিবাহ মুক্ত হলো ইসলামপুরের ৪টি ইউনিয়ন
মাদকের পয়সা ক্ষমতাধরদের পকেটে আসে : গয়েশ্বর
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া বেড়েছে ৫ টাকা
শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভে এলজিআরডি উপদেষ্টার শ্রদ্ধা
সরকারি অনুদানে নির্মাণাধীন চলচ্চিত্রের মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ তথ্য উপদেষ্টার
খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে ,আব্দুস সালাম পিন্টু
জামালপুরে সড়কে ঝরলো শিক্ষার্থীর প্রাণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ