আমি ’মেইড ইন নারায়ণগঞ্জ’: মাসুদুজ্জামান মাসুদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমি ’মেইড ইন নারায়ণগঞ্জ’: মাসুদুজ্জামান মাসুদ
শনিবার, ২৮ জুন ২০২৫



আমি ’মেইড ইন নারায়ণগঞ্জ’: মাসুদুজ্জামান মাসুদ

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, “নারায়ণগঞ্জের মানুষই এই শহরের উন্নয়ন করবে, বাইরের কোনো হাওলাতি নেতা এনে নারায়ণগঞ্জের হাল ধরা যাবে না। যারা এই নারায়ণগঞ্জের শিকড়, যাদের মৃত্যু হলে এই মাটিতে শায়িত হবে, তারাই নারায়ণগঞ্জের কথা বলবে, তারাই নেতৃত্ব দেবে। আমাদের কোনো ভাড়াটিয়া নেতার প্রয়োজন নেই।”

শনিবার (২৮ জুন) দুপুর ২টা ৩০ মিনিটে বন্দর উপজেলার চৌধুরীবাড়ি হাবিবনগরে জামি’আ মাদীনাতুল আবরার হাবিব নগর মাদরাসার হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “আমি নামতেই না নামতেই অনেকের ঘুম হারাম হয়ে গেছে। অথচ আমি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নির্বাচনী প্রচারণা শুরু করিনি, এখনো ভাবছি, আলোচনা করছি। এতেই যদি আপনাদের অবস্থা এমন হয়, তাহলে প্রচারণায় নামলে কী হবে—বুঝতেই পারছেন।”

অনুষ্ঠান ভণ্ডুলের অপচেষ্টার অভিযোগ এনে তিনি বলেন, “গত তিনদিন ধরে এই সামাজিক অনুষ্ঠানটিকে বাধাগ্রস্ত করার চেষ্টা হয়েছে। কিন্তু আমি এই এলাকারই সন্তান। আমি ‘মেইড ইন নারায়ণগঞ্জ’। আমার শিকড় এই মাটির অনেক গভীরে। সোজাসাপ্টা বলি—আপনারা চাইলেই আমাকে মাটি চাপা দিতে পারবেন না।”

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি এবং জেলা জমিয়াতে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, মহানগর বিএনপির সদস্য এড. বিল্লাল হোসেন, ফারুক হোসেন, ফারুক আহমেদ রিপন, এড. শরিফুল ইসলাম শিপলু, মনোয়ার হোসেন শোখন, বিএনপি নেতা মনির হোসেন সরদার, ইসলেউদ্দিন আহম্মেদ, ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু, সাবেক যুবদল নেতা সরকার আলম, শহর ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রোমেল, বন্দর থানা যুবদলের সাবেক সহসভাপতি ভিক্টর মৃধা প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুফতি ইসমাঈল সরকার।

এর আগে দুপুর ১টা ৩০ মিনিটে ২২ নম্বর ওয়ার্ডের লেজারস এলাকায় নিজ অর্থায়নে একটি পানির পাম্প উদ্বোধন করেন মাসুদুজ্জামান মাসুদ। সেখানে তিনি বলেন, “সামাজিক কর্মকাণ্ড মানুষের উপকারে আসে—এমন কাজ আমৃত্যু করে যেতে চাই।”

এই উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বন্দর লেজারস মসজিদ কমিটির সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক মুহাম্মদ আরিফুল ইসলাম রাসেল, আব্দুল মোতালেব, আজাদ খান, কাজল খান, নুরুল ইসলাম খান, মো. নুর মোহাম্মদ, মো. জুয়েল হোসেন, শেখ হুসাইন মোহাম্মদ লাজিমসহ মসজিদ ও পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী।

দোয়া পরিচালনা করেন বন্দর কেন্দ্রীয় মসজিদের খতিব বেন ই আমীন।

বাংলাদেশ সময়: ২২:৩৬:৩৯   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর -ড. আসিফ নজরুল
একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান
ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ফিরবেন: কায়কোবাদ
নির্বাচিত হলে নরসিংদীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: ড. মঈন খান
পুলিশ স্টাফ কলেজে দক্ষ অফিসারদের পদায়নের নির্দেশ
দুর্বল–সবল বলে কিছু নেই, সব প্রার্থী এক: রিটার্নিং কর্মকর্তা
জনগণই আমার কাজের অনুপ্রেরণা-শক্তি: আরিফুল হক
ক্ষমতার লোভে তারা ইসলামের নামের বাক্স ছিনিয়ে নিয়ে গেল: রেজাউল করিম
গত দেড় দশকে নারায়ণগঞ্জে বহু বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান দখল হয়েছে -তারেক রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ