শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

রূপগঞ্জে মধ্যরাতে অস্ত্র ও গুলিসহ ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে মধ্যরাতে অস্ত্র ও গুলিসহ ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫



রূপগঞ্জে মধ্যরাতে অস্ত্র ও গুলিসহ ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্র ও গুলিসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত মধ্যরাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন- আড়াইহাজার উপজেলার ভাটিবালিয়াপাড়া এলাকার মোহাম্মদ সাব্বির (২৩) এবং একই এলাকার মোহাম্মদ ইউনুস।

তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, বালিয়াপাড়া এলাকায় সংঘবদ্ধ একটি ডাকাত দল সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি তরিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:০৩   ১৫৩ বার পঠিত