মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

জামালপুরে যমুনার গ্রাস রুখতে প্রতিবাদ, বড় আন্দোলনের হুমকি

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে যমুনার গ্রাস রুখতে প্রতিবাদ, বড় আন্দোলনের হুমকি
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫



জামালপুরে যমুনার গ্রাস রুখতে প্রতিবাদ, বড় আন্দোলনের হুমকি

জামালপুর প্রতিনিধি : যমুনা নদীর ভয়াবহ ভাঙন থেকে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের চর ডাকাতিয়া পাড়া হুদার মোড় এবং হাজারী পাড়া মসজিদ পর্যন্ত এলাকা রক্ষার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১টায় জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে আবু হানিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোঃ বিল্লাল হোসেন, মোঃ জিন্নাতুল ইসলাম, মোঃ মাইনুল হকসহ অনেকে।

বক্তারা জানান, বিগত ১৮ বছর ধরে যমুনা নদীর ভাঙনে খোলাবাড়ী ও চর ডাকাতিয়া পাড়ায় তীব্র ভাঙন চলছে। তবে গত দুই মাস ধরে নদীর ভাঙন অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। তাদের দাবি, প্রায় ১৬ দিনের মধ্যে দুইশত বাড়িঘর এবং ৬০ একর জমি নদীগর্ভে বিলীন হয়েছে।

এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, একটি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে ছোট ছোট ছেলেমেয়েরা লেখাপড়া করতো, সেটিও নদীর পেটে চলে গেছে। বর্তমানে গ্রামের অসহায় মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা একটি কমিউনিটি ক্লিনিকও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

বক্তারা অবিলম্বে এই পরিস্থিতি থেকে পরিত্রাণ চেয়েছেন। তাদের দাবি, যদি পানি উন্নয়ন বোর্ড দুই একদিনের মধ্যে নদী ভাঙন রোধে কোনো পদক্ষেপ না নেয়, তবে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২:৩২:১০   ১৬২ বার পঠিত