রবিবার, ১২ অক্টোবর ২০২৫

একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা
রবিবার, ১২ অক্টোবর ২০২৫



একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমার ছেলে-মেয়ে সবাই দেশে, একা গিয়ে কী করবো।

রোববার (১২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এই কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী অধিকাংশ ব্যক্তি আগামী জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবেন না। তাদের দায়িত্ব দেয়া থেকে বিরত রাখা হবে।’

আগামী নির্বাচনে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন ঘিরে দেড়লাখ পুলিশ প্রশিক্ষণ পাবে। আগামী জানুয়ারির মধ্যে এই প্রশিক্ষণ শেষ হবে।’

জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘নির্বাচনে আনসার ভিডিপির সাড়ে ৫ লাখ সদস্য নিয়মিত দায়িত্ব পালন করবেন। এছাড়া ৮০ হাজার স্বশস্ত্র বাহিনীর সদস্য ভোটের দিন দায়িত্বে থাকবেন।’

পার্বত্য এলাকা অনেক শান্ত উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মাঝে দিয়ে পার্বত্য এলাকা অশান্ত করতে ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা ইন্ধন দিয়েছিল।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের বিচার চলাকালে সেনাবাহিনী তাদের হেফাজতে রাখতে চাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে, আইনে যা রয়েছে তাই হবে।’

বাংলাদেশ সময়: ১৫:০৫:২২   ১৩২ বার পঠিত