রবিবার, ১২ অক্টোবর ২০২৫

রাকসু নির্বাচনের ফলাফল মিলবে ১২-১৫ ঘণ্টার মধ্যেই: ভিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাকসু নির্বাচনের ফলাফল মিলবে ১২-১৫ ঘণ্টার মধ্যেই: ভিসি
রবিবার, ১২ অক্টোবর ২০২৫



রাকসু নির্বাচনের ফলাফল মিলবে ১২-১৫ ঘণ্টার মধ্যেই: ভিসি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফলাফল পেতে ১২ থেকে ১৫ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব।

রোববার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয় সিলেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘একটি সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা বেশকিছু দিন ধরে কাজ করে আসছি। এখন একটি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। প্রার্থীরাও আচরণবিধি মেনে চলছেন। তাদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ অবস্থা রয়েছে তা শেষ পর্যন্ত থাকবে বলেও তিনি প্রত্যাশা করেন।’

পরে উপ উপাচার্য প্রফেসর মঈন উদ্দিন খান বলেন, ‘নির্বাচনের পরপরই রাকসু ভবনে যেন নির্বাচিত জনপ্রতিনিধিরা কাজ শুরু করতে পারেন সেই লক্ষ্যে কাজ চলছে। এ ছাড়া নির্বাচিত ভিপি জিএসদের জন্য কোন রুম বরাদ্দ দেয়া হবে তাও ঠিক করা হয়েছে।’

ভোটের আগের দিন থেকে ভোটের শেষ পর্যন্ত প্রায় দুই হাজার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৫:১০:৪১   ৪৮ বার পঠিত