![]()
জাতীয় জুলাই সনদের বাস্তবায়ন সংক্রান্ত আদেশ সংশোদনের দাবি জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
রোববার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি।
সাইফুল হক বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত থাকা বিষয় নিয়ে গণভোটে যাওয়া উচিত হবে না। যেগুলোতে একমত হয়েছে সেগুলোতে জনগণের মতামত নেয়া যেতে পারে।’
গণভোট ‘না’ সূচক জায়গায় গেলে বিপদ ডেকে আনতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন এই রাজনীতিবিদ।
তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত আদেশ সংশোধন করতে হবে। জুলাই সনদকে নিয়ে ঝুঁকির মধ্যে যাওয়ার সুযোগ নেই। এমনকি তা ভবিষ্যতে সাংবিধানিক বিপর্যয় ডেকে আনতে পারে।’
অধিকাংশ রাজনৈতিক দল ও জনআকাঙ্ক্ষা অনুযায়ী আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের সঙ্গে একইদিনে গণভোট অনুষ্ঠানের পদক্ষেপ ইতিবাচক হলেও গণভোটের জন্য উত্থাপিত বিষয়ের ওপর একটি শব্দে মতামত দেয়া অস্বাভাবিক ও ঝুঁকিপূর্ণ বলেও মন্তব্য করেন সাইফুল হক।
তিনি আরও বলেন, ‘যে চারটি বিষয় উল্লেখ করা হয়েছে, এসব বিষয়ের ওপর কেবল একটি উত্তরে হ্যাঁ বা না বলা যথেষ্ট জটিল প্রক্রিয়া। যারা দুটি বিষয়ে হ্যাঁ, বা দুটি বা একটি বিষয়ে না বলতে চান তাদের জন্য বিকল্প কী। যদি গণভোটে না জয়যুক্ত হয় তখন কী হবে? জুলাই সনদকে এ ধরনের ঝুঁকির মধ্যে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তা হবে আত্মঘাতী।’
সংবিধান সংশোধনের যেসব বিষয়ে দলের মতৈক্য রয়েছে কেবল সেসব বিষয়ে গণভোট অনুষ্ঠানের উদ্যোগ নেয়া প্রয়োজন বলেও মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘বাকি বিষয় পরবর্তী নির্বাচিত পার্লামেন্টের ওপর ছেড়ে দেয়া দরকার।’
বাংলাদেশ সময়: ১৫:৩১:১৬ ৭ বার পঠিত