বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

শাহবাগে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে আগুন

প্রথম পাতা » ছবি গ্যালারী » শাহবাগে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে আগুন
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫



শাহবাগে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে আগুন

রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে (পিজি হাসপাতাল) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

বুধবার (২৬ নভেম্বর) ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শাহবাগের পিজি হাসপাতালের ব্লক-এ এর ৪র্থ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ১১টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট কাজ ঘটনাস্থলে গিয়েছিল জানিয়ে তিনি আরও বলেন, বেলা ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণ এসেছে।

তবে আগুন লাগার ঘটনায় কোনো হতাহত বা আটকে পরা ভিকটিমের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৩:৩৪:০০   ৩ বার পঠিত