![]()
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী। এরপর থেকে মনোনয়নপ্রত্যাশী কমপক্ষে চারজনের নেতাকর্মীরা ছিলেন বিভক্তিতে। অবশেষে আজ বৃহস্পতিবার খালেদা জিয়ার রোগমুক্তি ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে হাজার নেতাকর্মী মনোনয়নপ্রাপ্ত ইয়াসের খান চৌধুরীর ডাকে একত্রিত হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দেন।
আজ বিকাল সাড়ে ৪টার দিকে নান্দাইল উপজেলার চণ্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
ওই কর্মসূচিতে দলটির বিভক্তি নেতাকর্মী ও সমর্থকরা যোগদেন।
এতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির উপজেলা কমিটির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, পৌর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান ভুঁইয়া।
বিএনপির অপর মনোনয়নপ্রত্যাশী নেতৃবৃন্দের অনুসারীদের অনেকেই দল মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরীর সাথে যোগ দিয়ে একাত্বতা পোষণ করে কর্মসূচিতে যোগদান করেন। অনুসারীদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক পল্লব রায়, জেলা (উত্তর) যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম বাবুল, ছাত্রদলের সাবেক সভাপতি মো. আকরাম হোসেন ফেরদৌস, বিএনপি নেতা নুরুদ্দিন চুন্নু প্রমুখ।
দলীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা যায়, নান্দাইল আসনে পাঁচজন বিএনপি নেতা দলের মনোনয়ন চেয়েছিলেন। এসব নেতা তাঁদের অনুসারীদের নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড চালাচ্ছিলেন। কিন্তু দল থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ইয়াসের খান চৌধুরী। মনোনয়ন প্রত্যাশী অপর নেতাদের অনুসারীরা প্রথম দিকে প্রতিবাদ জানালেও দলীয় ঐক্যের কথা বিবেচনা তাঁরা দলীয় প্রার্থীর সাথে একাত্বতা ঘোষণা করে নানা কর্মসূচিতে যোগ দিতে থাকেন।
আজ বৃহস্পতিবার আয়োজিত খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় গণদোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে মনোনয়ন প্রত্যাশী নেতৃবৃন্দের অনুসারীরা অংশ নেন। অনুষ্ঠানে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ইয়াসের খান চৌধুরী সকলকে অভিনন্দন জানিয়ে বরণ করে নেন। তিনি বলেন, আমাদের নেত্রী গুরুতর অসুস্থ। তাঁর সুস্থতার জন্য আমরা মহান আল্লাহর দোয়া কামনা করি।
বাংলাদেশ সময়: ২২:১১:১৪ ৫ বার পঠিত