নগরবাসীর দুর্ভোগ কমাতে, লাঠি হাতে হকার উচ্ছেদ করলেন টিপু

প্রথম পাতা » ছবি গ্যালারী » নগরবাসীর দুর্ভোগ কমাতে, লাঠি হাতে হকার উচ্ছেদ করলেন টিপু
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫



লাঠি হাতে হকার উচ্ছেদ করলেন টিপু

নারায়ণগঞ্জ শহরের ফুটপাত দখলমুক্ত করতে লাঠি হাতে সড়কে ও ফুটপাতের অস্থায়ী হকারদের উচ্ছেদ করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে শহরের চাষাঢ়া থেকে শুরু করে দুই নম্বর গেট পর্যন্ত হকারদের উচ্ছেদ করেন তিনি।

এ সময় তার সঙ্গে লাঠি হাতে তার কয়েকজন অনুসারীকেও দেখা যায়।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা আবু আল ইউসুফ খান টিপু বলেন, “হকারদের কারণে নারায়ণগঞ্জের মানুষ রাস্তায় হাঁটতে পারে না। যানজট লেগেই থাকে। ফুটপাত তো বটেই, এখন রাস্তাও ভ্যানগাড়ি দিয়ে দখল করে রেখেছে। পাঁচ আগস্টের পর একাধিকবার এসপি-ডিসির সঙ্গে কথা বলে তাদের সরানো হয়েছিল। কিন্তু আবারও দখল শুরু করেছে। তাই আজ কঠোর অবস্থান নিয়েছি এবং লাঠি হাতে নেমেছি।”

তিনি আরও বলেন, “কঠোর অবস্থান না নিলে এই ভ্যানগাড়ি ও হকারদের রাস্তা দখল বন্ধ করা যাবে না। যানজটমুক্ত শহর চাইলে ফুটপাত দখলমুক্ত করতেই হবে। জনগণের স্বার্থে এই কঠোর উদ্যোগ নিয়েছি। অভিযান চলমান থাকবে।”

এর আগেও ফুটপাত ও সড়ক দখল করে রাখা হকারদের উচ্ছেদে কাজ করতে দেখা গেছে এ বিএনপি নেতাকে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ শহরে হকার একটি বড় সংকট। হকারদের একাধিকবার পুনর্বাসনের ব্যবস্থা করা হলেও তারা প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়কের দুইপাশের ফুটপাত দখল করে রাখেন। এতে নাগরিকদের স্বাভাবিক চলাচলে ব্যহত হয়। একইসঙ্গে সড়কে যানজটেরও একটি কারণ হয়ে দাঁড়িয়েছে হকার।

বাংলাদেশ সময়: ২৩:২৯:০২   ৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


‘পাগলি লুক’ ছাপিয়ে এবার চোখ ধাঁধিয়ে দিলেন কেয়া পায়েল
ভোলায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময়
ব্যালটের মাধ্যমে মানুষ জুলুমের জবাব দেবে : সারজিস
আয়-রোজগারের খবর নেয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মির্জা আব্বাস
নির্বাচনকে ঘিরে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
নির্বাচনের সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত : ইসি সানাউল্লাহ
রাজধানীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গ্রেফতার ৬
চাঁদাবাজদের পুনর্বাসন নয়, কর্মসংস্থানের ব্যবস্থা করব : শফিকুর রহমান
উপজেলা থেকেই ডিজিটাল অর্থনীতির ভিত্তি গড়তে হবে -ফয়েজ আহমদ তৈয়্যব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ