শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সরিষাবাড়ীতে দোয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সরিষাবাড়ীতে দোয়া
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫



খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সরিষাবাড়ীতে দোয়া

জামালপুর প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় জামালপুরের সরিষাবাড়ীতে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে ডোয়াইল ইউনিয়নে সালিমা তালুকদার আরুণীর সমর্থক গোষ্ঠীর উদ্যোগে সাবেক পৌর নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম মিন্টুর আদাচাকি গ্রামের বাগান বাড়িতে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

​দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সাবেক পৌর নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম মিন্টু। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের সুযোগ্য কন্যা সালিমা তালুকদার আরুণী। তিনি বেগম জিয়ার দ্রুত আরোগ্যের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,আজিজুল কবীর তালুকদার হুমায়ন, শহিদ ভিপি, এডভোকেট আব্দুল বারি, সোরহাব হোসেন, ​রফিকুল ইসলাম নান্নু মাওলানা তাওহীদুল ইসলাম ও খলিলুর রহমান প্রমুখ।

​এ সময় নুরুজ্জামান তালুকদার বাবু সহ ছাত্রদল, যুবদল, শ্রমিক দল ও কৃষক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা বেগম খালেদা জিয়ার আরোগ্য লাভ ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৩০:২৯   ৭ বার পঠিত