বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

বিএনপি ২৪০ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে: ফজলুর রহমান

প্রথম পাতা » কিশোরগঞ্জ » বিএনপি ২৪০ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে: ফজলুর রহমান
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬



বিএনপি ২৪০ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে: ফজলুর রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভৈরবে আগমন ও জনসভা সফল করতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১১টায় স্থানীয় নিউটাউন এলাকায় ভেনিসবাংলা কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের প্রার্থী মো. শরীফুল আলম। তিনি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক।

সভায় ইটনা-মিটামইন-অষ্টগ্রাম আসনের বিএনপি প্রার্থী মো. ফজলুর রহমান বলেন, এই সরকারের আমলে একটি কুচক্রী মহল মব সৃষ্টি করে সারা দেশে মাজারসহ অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ভাঙচুর যখন করছে, সেখানে আমাদের নেতা তারেক রহমান হজরত শাহজালাল (রা.) মাজার জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু করবেন। শেখ হাসিনা গত ১৫ বছরে দেশ ধ্বংসসহ জনগণের ভোটের অধিকার হরণ করেছে। এখন আল্লাহর বিচারে তিনি ভারতে পালিয়ে গেছেন। আসন্ন নির্বাচনে বিএনপি ২৪০ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে বলে তার দাবি।

সভায় আরও উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ সদর-হোসেনপুর আসনের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মো. মাজহারুল ইসলাম, করিমগঞ্জ-তাড়াইল আসনের প্রার্থী ড. ওসমান ফারুক, পাকুন্দিয়া-কটিয়াদি আসনের প্রার্থী অ্যাডভোকেট জালাল আহমেদ, বাজিতপুর-নিকলি আসনের প্রার্থী এহছানুল হুদা।

এছাড়াও কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলার উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলের অঙ্গসংগঠনের অন্য নেতা ও জেলা ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

আগামী ২২ জানুয়ারি তারেক রহমান ভৈরবের স্টেডিয়াম মাঠে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখবেন। এদিনের জনসভায় কিশোরগঞ্জ জেলার ৬টি আসনের বিএনপির প্রার্থীদের তিনি পরিচয় করিয়ে দিবেন বলে দলীয় সূত্র জানায়।

আগামী ২১ জানুয়ারি তারেক রহমান আকাশপথে সিলেট যাবেন। পরদিন ২২ জানুয়ারি তিনি হযরত শাহজালাল (রা.) মাজার জিয়ারত শেষ করে সিলেটে জনসভা করার পর ওই দিন ঢাকায় ফেরার পথে মৌলভীবাজারের শেরপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকার বিশ্বরোড এবং বিকালে ভৈরবের জনসভায় বক্তৃতা দিবেন তিনি।

প্রস্তুতি সভায় বক্তারা বলেন, তারেক রহমান ভৈরবে আগমন ও জনসভায় ব্যাপক শো-ডাউনসহ বিপুলসংখ্যক জনগণকে উপস্থিত রাখতে ব্যাপক প্রচারণাসহ তার নিরাপত্তা জোরদার রাখতে হবে। ওই দিন ভৈরব শহরের যানজট নিয়ন্ত্রণ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হবে।

করিমগঞ্জ-তাড়াইল আসনের বিএনপির প্রার্থী ড. ওসমান ফারুক বলেন, বিগত সরকারের অত্যাচার-নির্যাতনে আমি বিদেশে চলে গিয়াছিলাম। ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হলে আমি দেশে এসেছি। এবারের নির্বাচনে দলীয় প্রার্থী হয়েছি। বিজয়ী হয়ে এলাকাবাসীসহ দেশের মানুষের সেবা করতে চাই।

অনুষ্ঠানের সভাপতি ও ভৈরব-কুলিয়ারচর আসনের প্রার্থী মো. শরীফুল আলম তার বক্তব্যে বলেন, দেশে নির্বাচন বানচালের জন্য একটি কুচক্রী মহল যখন চেষ্টা করছে ঠিক তখন তারেক রহমান দেশে ফিরে এসেছে। নির্বাচনি প্রচারণার প্রথম দিন তিনি ভৈরবে জনসভা করবেন এটা আমাদের সৌভাগ্য। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ভৈরবের জনসভা আমরা যেকোনোভাবেই হোক সফল করব। এ লক্ষ্যে আমরা আজ প্রস্তুতি সভার আয়োজন করেছি। কিশোরগঞ্জ জেলার ৬টি আসনেই বিএনপির প্রার্থীরা যাতে বিজয়ী হতে পারেন সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

বাংলাদেশ সময়: ২২:৫৮:১৬   ১০ বার পঠিত