ঢাবি এলাকায় নারীকে পিষে টেনে নিল গাড়ি, চালককে পিটুনি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাবি এলাকায় নারীকে পিষে টেনে নিল গাড়ি, চালককে পিটুনি
শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২



ঢাবি এলাকায় নারীকে পিষে টেনে নিল গাড়ি, চালককে পিটুনি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় এক নারীকে গাড়ির নিচে পিষে টেনে নেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত ওই নারীর মৃত্যু হয়েছে। তার নাম রুবিনা আক্তার (৪৫)।

শুক্রবার বেলা ৩টা নাগাদ ঘটে এই মর্মান্তিক ঘটনা। ঘটনার পর চালককে আটক করে পিটুনি দিয়েছে উত্তেজিত জনতা।

আটক প্রাইভেটকারের চালকের নাম আজহার জাফর শাহ৷ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, টিএসসি থেকে নীলক্ষেতগামী একটি প্রাইভেটকারের নিচে কেউ আটকে আছে বলে প্রতীয়মান হয়। পরে রাস্তায় রক্তের দাগ থেকে সবাই নিশ্চিত হয় গাড়ির নিচে মানুষ। তবুও গাড়ি থামছিলোই না।

পরবর্তীতে নীলক্ষেত এলাকায় গাড়িটি আটকায় উপস্থিত জনতা। গাড়ির নিচে থাকা নারীকে আশঙ্কাজনক অবস্থায় দেখা যায়। পরে উত্তেজিত জনতা গাড়ির ড্রাইভারকে গণপিটুনি দেয় এবং গাড়িটি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ এসে গুরুতর আহত ওই নারী ও ড্রাইভারকে হাসপাতালে নিয়ে যায়।

ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই মো. মাকসুদ বলেন, ওই নারীকে গুরুতর অবস্থায় নিয়ে আসা হলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। আর প্রাইভেটকারের চালক এখনও চিকিৎসাধীন রয়েছে।

ওই নারীর দেবর নুরুল আমিন জানান, তাদের বাসা হাজারীবাগ এলাকায়। তেঁজগাও থেকে ভাবীকে নিয়ে মোটরসাইকেল যোগে তারা বাসায় আসছিলেন। শাহবাগ মোড়ে প্রাইভেটকার তাদেরকে পেছন থেকে ধাক্কা দেয়। তখন রুবিনা আক্তার প্রাইভেটকারের বাম্পারের সাথে আটকে যান। এ অবস্থায় তাকে টেনে হিঁচড়ে প্রায় নীলক্ষেত পর্যন্ত নিয়ে যায় প্রাইভেটকারের চালক।

বাংলাদেশ সময়: ১৯:১৬:৩৪   ২৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


থাইল্যান্ডে হিট স্ট্রোকে ৩০ জনের মৃত্যু
টাঙ্গাইল শাড়ির জিআই সনদ বাংলাদেশেরই থাকবে : শিল্পমন্ত্রী
মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে সক্ষমতার পুরোটাই বাণিজ্যিক উৎপাদনে আসছে জুলাইতে
এভারটনে শেষ রেডসদের লিগ শিরোপার আশা
ডিএনসিসির সঙ্গে চীনের আনহুই প্রদেশের সমঝোতা
এমবাপ্পে-ডেম্বেলের ডাবলে শিরোপার কাছে পিএসজি
হিট অ্যালার্ট বাড়ল আরও ৩ দিন
পশ্চিমবঙ্গের ২০ জায়গায় তাপমাত্রা ছাড়াল ৪০ ডিগ্রি
তাপদাহ: কৃষকদের পাশে গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি অফিস
২ ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় মধুখালী পরিদর্শনে দুই মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ