বঙ্গবন্ধুর ডাকে শেখ মনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন : তাপস

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধুর ডাকে শেখ মনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন : তাপস
রবিবার, ৪ ডিসেম্বর ২০২২



বঙ্গবন্ধুর ডাকে শেখ মনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন : তাপস

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে শেখ ফজলুল হক মনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।

রোববার (৪ ডিসেম্বর) বনানী কবরস্থানে ৮৪তম জন্মদিন উপলক্ষে শহীদ শেখ ফজলুল হক মনির কবরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

ফজলে নূর তাপস বলেন, শেখ মনি মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনী গঠন করে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রণাঙ্গনে নিজেই ঝাঁপিয়ে পড়েন এবং নেতৃত্ব দেন। পরে বঙ্গবন্ধুর নির্দেশে জাতি গঠনে তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ গঠন করেন।

ব্যারিস্টার তাপস বলেন, শেখ ফজলুল হক মনি স্কুল জীবন থেকেই বঙ্গবন্ধুর সান্নিধ্য পেয়েছেন। বঙ্গবন্ধুর ডাকেই রাজনৈতিক অঙ্গনে পদার্পণ করেন। দীর্ঘজীবন তিনি কারাদণ্ড ভোগ করেছেন। তারপরও বঙ্গবন্ধুর নির্দেশে তিনি ছাত্রলীগকে সুসংগঠিত করেছেন। তিনি মেধাবী ছাত্রদের রাজনীতিতে নিয়ে এসেছেন এবং স্বাধীনতার সংগ্রামে তাদের সম্পৃক্ত করেছেন।

মেয়র তাপস বলেন, তিনি তিনটি পত্রিকা চালু করেছিলেন। দৈনিক বাংলার বাণী, দ্য ডেইলি বাংলাদেশ টাইমস এবং বিনোদনমূলক সাপ্তাহিক সিনেমা। এর মাধ্যমে তিনি জাতি গঠনে অনবদ্য অবদান রেখেছিলেন। অনবদ্য ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে জাতির জন্য তিনি নিবেদিতভাবে কাজ করেছেন।

তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আকরামুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহমেদ, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৩০:৫৮   ৩৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ঢাকা মেডিকেলে শিশু পাচারকালে দুই নারী আটক
খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়, সারাদেশের জনগণ উদ্বিগ্ন : রিজভী
ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাস খাদে, আহত ৫
শিক্ষকদের কর্মবিরতি স্থগিত
আল্লাহ কোটি মানুষের দোয়ায় খালেদা জিয়াকে সুস্থ করে দেবেন : প্রিন্স
পোশাক সোর্সিং আরও বাড়ানোর জন্য আগ্রহ প্রকাশ করেছে পোলিশ জায়ান্ট
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ৮-১২ ফেব্রুয়ারির মধ্যে: ইসি আনোয়ারুল
শেষের গোলে হেরে ইউরোপের ফুটবলের স্বাদ নিল মেয়েরা
জামায়াতের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে : আজহারুল ইসলাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ