মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২

অস্ত্রধারীদের ফাঁদে পুলিশ, গোলাগুলিতে নিহত ৬

প্রথম পাতা » আন্তর্জাতিক » অস্ত্রধারীদের ফাঁদে পুলিশ, গোলাগুলিতে নিহত ৬
মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২



অস্ত্রধারীদের ফাঁদে পুলিশ, গোলাগুলিতে নিহত ৬

অস্ট্রেলিয়ায় নিখোঁজ এক ব্যক্তিকে খুঁজতে জনবিরল এক এলাকায় গেলে সেখানে আগে থেকে ফাঁদ পেতে রেখে পুলিশের ওপর গুলি চালায় অস্ত্রধারীরা। এতে দুই পুলিশ সদস্যসহ অন্তত ৬ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার বিকেলে (১২ ডিসেম্বর) দেশটির কুইন্সল্যান্ডে ঘটনাটি ঘটে।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেন থেকে প্রায় ২৭০ কিলোমিটার দূরের উইঅ্যাম্বিয়ায় তল্লাশি চালাতে যায় পুলিশ। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা অস্ত্রধারীরা তাদের ওপর গুলি চালায়। জবাবে পুলিশও পাল্টা গুলি চালাতে থাকে। এ সময় তিন সন্দেহভাজন অস্ত্রধারী নিহত হয়। পুলিশ জানিয়েছে, তারা এখনো এ হামলার মূল কারণ সম্পর্কে অবগত না।

পুলিশের দেয়া তথ্যানুসারে, সোমবার বিকেলে চার পুলিশ কর্মকর্তা ওই এলাকায় যান। ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই কনস্টেবল ম্যাথু আর্নল্ড (২৬) এবং র‌্যাচেল ম্যাক্রোকে (২৯) গুলি করে হত্যা করা হয়। অস্ত্রধারীদের অনবরত গুলি বর্ষণে আরও এক পুলিশ সদস্য আহত হয়ে ঘটনাস্থলেই পড়ে যান। অপর সদস্য কোনো মতে পালিয়ে যেতে সক্ষম হন।

দুই পুলিশ সদস্য ছাড়াও এ ঘটনায় ঘটনাস্থলের পাশের একটি বাড়ির এক বাসিন্দাও নিহত হন। তবে পুলিশ এখনও নিহত ওই ব্যক্তি এবং তিন অস্ত্রধারীর নাম জানায়নি।

কুইন্সল্যান্ডের পুলিশ কমিশনার ক্যাটরিনা ক্যারল এ ঘটনাকে ‘অকল্পনীয় এক ট্র্যাজেডি’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ওই পুলিশ কর্মকর্তাদের কোনো সুযোগ দেয়া হয়নি। বাকি দুজন যারা জীবিত, তারাও আসলে ভাগ্যের জোরে অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন।

ক্যাটরিনা ক্যারল আরও বলেন, ‘তদন্ত চলছে। প্রাথমিকভাবে আমরা দেখতে পেয়েছি এ ঘটনায় ব্যাপক অস্ত্র ব্যবহার করা হয়েছে।’ তবে কেন এমন ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এ ঘটনাকে অস্ট্রেলীয়দের জন্য ‘হৃদয়বিদারক দিন’ বলে আখ্যা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০:২০:০৮   ১৬৩ বার পঠিত