শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২

যে দোয়া পড়লে উহুদ পাহাড় সমান ঋণ থেকেও মুক্তি পাওয়া যাবে

প্রথম পাতা » ছবি গ্যালারী » যে দোয়া পড়লে উহুদ পাহাড় সমান ঋণ থেকেও মুক্তি পাওয়া যাবে
শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২



---

ঋন থেকে মুক্তির দোয়া

اللَّهُمَّ فَارِجَ الْهَمِّ، كَاشِفَ الْغَمِّ، مُجِيبَ دَعْوَةِ الْمُضْطَرِّينَ، رَحْمَانَ الدُّنْيَا وَالْآخِرَةِ وَرِحِيمَهُمَا، أَنْتَ رَحْمَانِي فَارْحَمْنِي رَحْمَةً تُغْنِينِي بِهَا عَنْ رَحْمَةِ مَنْ سِوَاكَ
উচ্চারণ : আল্লাহুম্মা ফা-রিজাল হাম্ম, ওয়া কা-শিফাল গাম্ম, ওয়া মুজীবা দা’ওয়াতিল মুযতাররীন, রাহমা-নাদ্দুনইয়া ওয়াল আখিরাহ ওয়া রাহীমাহুমা, আনতা তারহামুনী ফারহামনী বিরাহ্মাতিন্ তুগনিনী বিহা আন রাহমাতি মান ছিওয়াক..

অনুবাদ :হে আল্লাহ, আপনি পেরেশানি দুর করার মালিক, যত চিন্তা আছে সব চিন্তা লাঘবকারী, যারা দুর্দশাগ্রস্ত হতে হতে দেয়ালে পিঠ ঠেকে গেছে সে সকল নিরুপায় মানুষের দাওয়াত ও আহবানে সাড়া দানকারী, দুনিয়া এবং আখিরাতে আপনি রহমান, উভয় জগতে আপনি রাহিম, আপনি আমাকে দয়া করেন। সুতরাং আমাকে এমন অনুগ্রহ দ্বারা দয়া করুন যা আপনি ছাড়া অন্য সবার অনুগ্রহ থেকে আমাকে সম্পুর্ণ অমুখাপেক্ষী করে দিবে। (তাবরানী রচিত কিতাবুদ দুআ, হাদীস নং ১০৪১, মুসতাদরাকে হাকেম, হাদীস নং ১৮৯৮)

উচ্চারণ : আল্লাহুম্মা, মা-লিকাল মুলকি, তু’তিল মুলকা মান তাশা-উ ওয়া তানযি‘উল মুলকা মিম্মান তাশা-উ। ওয়াতু‘ইয্যু মান তাশা-উ ওয়া তুযিল্লু মান তাশা-উ বিইয়াদিকাল খাইর, ইন্নাকা ‘আলা- কুল্লি শাইয়িন ক্বাদীর। তুলিযুল লাইলাফিননাহারে ওয়াতুলিযুনাহরা ফিললাইল, ওয়া তুখরিযুল হাইয়া মিলাল মাইয়াতি ওয়া তুখরিযুল মাইয়িতা মিনাল হাইয়ে, ওয়াতার যুকু মানতাশাউ বিগাইরি হিসাব।রাহমা-নাদ্দুনইয়া ওয়াল আখিরাহ ওয়া রাহীমাহুমা, আনতা তারহামুনী ফারহামনী বিরাহ্মাতিন্ তুগনিনী বিহা আন রাহমাতি মান ছিওয়াক

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ
উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়া আ‘ঊযু বিকা মিনাল-‘আজযি ওয়াল-কাসালি, ওয়া আ‘ঊযু বিকা মিনাল-বুখলি ওয়াল-জুবনি, ওয়া আ‘ঊযু বিকা মিন দ্বালা‘য়িদ্দাইনি ওয়া গালাবাতির রিজা-ল।

অনুবাদ : হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের চাপ থেকে। (বুখারী ২৮৯৩)

বাংলাদেশ সময়: ২৩:৪৪:১৮   ১৫০৬ বার পঠিত