বার-বেঞ্চ সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ আইনজীবী নেতৃবৃন্দের

প্রথম পাতা » আইন আদালত » বার-বেঞ্চ সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ আইনজীবী নেতৃবৃন্দের
রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩



বার-বেঞ্চ সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ আইনজীবী নেতৃবৃন্দের

আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের বর্ধিত সভায় আইনজীবী নেতৃবৃন্দ বার ও বেঞ্চের সুসম্পর্কের ওপর গুরুত্বারোপ করেছেন।
বাংলাদেশ বার কাউন্সিল আয়োজিত বর্ধিত সভায় দেশের বিভিন্ন জেলার আইনজীবী সমিতির (বার) নেতারা তাদের মতামত তুলে ধরেন। গতকাল শনিবার অনুষ্ঠিত সভায় দেশের ৬৪ জেলা বারের সভাপতি ও সম্পাদক, সাধারণ সম্পাদকগণ অংশ নেন।
তারা বলেন, দেশের বিভিন্ন জেলায় একের পর এক বার ও বেঞ্চের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটছে। কেন এ ধরনের ঘটনা ঘটছে, তা খতিয়ে দেখতে হবে। বার ও বেঞ্চের মধ্যে সম্পর্কের যে অবনতি তার উন্নতিতে আইনজীবীদের অভিভাবক হিসেবে বার কাউন্সিলকে ভূমিকা রাখতে হবে।
বার কাউন্সিলের চেয়ারম্যান এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, বার ও বেঞ্চ একে-অপরের পরিপূরক। যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধে সবাইকে সচেষ্ট থাকতে হবে। বিচারাঙ্গনের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীকে অবহিত করুন। কিন্তু, আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না। বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়।
বর্ধিত সভায় আইনজীবীদের বেনোভোলেন্ট ফান্ডসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এতে বক্তৃতা করেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সিনিয়র আইনজীবী সৈয়দ রেজাউর রহমান, বার কাউন্সিল সদস্য এডভোকেট মো. মোখলেসুর রহমান বাদল, সিনিয়র এডভোকেট সাঈদ আহমেদ রাজা, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৩২:২৬   ৩২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


বিচারকদের অনেক অভিমতই রাষ্ট্রের গতিপথ নির্ধারণে ভূমিকা রাখে: প্রধান বিচারপতি
স্থায়ীত্ব বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতির সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
গুমের মামলা: সাবজেল থেকে ট্রাইব্যুনালে সাবেক তিন সেনাকর্মকর্তা
ই-পারিবারিক আদালত বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমাবে : সচিব লিয়াকত আলী
প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড
সুপ্রশিক্ষিত আইনজীবী কার্যকর বিচার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ : প্রধান বিচারপতি
দেশের সব সংস্কার আইনের মাধ্যমেই হয়েছে : আইন উপদেষ্টা
হাইকোর্ট থেকে জামিন পেলেন ঢাবি শিক্ষক কার্জনও
সংবিধানই বিচার বিভাগের বৈধতার বাতিঘর : প্রধান বিচারপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ