ঢাবি ফার্মেসী অনুষদের উদ্যোগে দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাবি ফার্মেসী অনুষদের উদ্যোগে দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু
শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩



ঢাবি ফার্মেসী অনুষদের উদ্যোগে দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী অনুষদ এবং ফার্মেসী বিভাগের যৌথ উদ্যোগে ‘ফার্মাসিউটিক্যালস সাইন্স ফার্মেসী প্রেক্ট্রিস এন্ড ট্রেডিশনাল মেডিসিন্স’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
আজ ফার্মেসী লেকচার থিয়েটারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মেলন উদ্বোধন করেন।
আখতারুজ্জামান উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, দেশে টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া যৌথ সহযোগিতামূলক গবেষণা প্রকল্প গ্রহণ করা জরুরি। ইউনানী ও হারবালসহ বিভিন্ন ঐতিহ্যবাহী ওষুধের গুণগত মান উন্নয়ন এবং দেশীয় ধারার ওষুধ শিল্পের বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য তিনি গবেষকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য গণমানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে।
ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির, বিসিএসআইআর-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ, যুক্তরাষ্ট্রের এবন ফার্মাসিউটিক্যালস-এর প্রেসিডেন্ট ড. সালাহ ইউ আহমেদ এবং যুক্তরাষ্ট্রের রিজেনারন ফার্মাসিউটিক্যালস-এর ভাইস-প্রেসিডেন্ট ড. মোহাম্মদ শামীম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য দেন ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুর রশীদ। ধন্যবাদ জ্ঞাপন করেন ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ।

বাংলাদেশ সময়: ২১:৫৯:০৮   ২৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিদ্ধিরগঞ্জে ১০৫ পুড়িয়া হেরোইন উদ্ধার, আটক ১
জামালপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে হামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার
সদর ইউএনও জাফর সাদিক বদলী, নতুন ইউএনও’র যোগদান
ডিএনডি জলাবদ্ধতা নিরসনে সাবেক সাংসদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে স্মারকলিপি প্রদান
বাহাত্তরের সংবিধান আরেক দেশ থেকে পাস হয়ে এসেছে : সারজিস আলম
আগে দেশে বসে ষড়যন্ত্র হতো, এখন হয় দিল্লিতে : তারিকুল ইসলাম
ছাত্রদলের সমাবেশ শুরু, ভার্চুয়ালি যোগ দিয়েছেন তারেক রহমান
এনসিপির ‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা
১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো ৯১ টাকা
প্রস্তাব-সুপারিশ বিষয়ে পর্যায়ক্রমে সবার সঙ্গে কথা বলবে ঐকমত্য কমিশন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ