সরিষাবাড়ীতে চাঁদা না দেওয়ায় হোটেল ব্যবসায়ীর পা ভেঙ্গে দিল সন্ত্রাসীরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে চাঁদা না দেওয়ায় হোটেল ব্যবসায়ীর পা ভেঙ্গে দিল সন্ত্রাসীরা
শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩



সরিষাবাড়ীতে চাঁদা না দেওয়ায় হোটেল ব্যবসায়ীর পা ভেঙ্গে দিল সন্ত্রাসীরা

ইসমাইল হোসেন,সরিষাবাড়ী প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে চাঁদা দিতে রাজী না হওয়ায় রড় দিয়ে পিটিয়ে হোটেল ব্যবসায়ীর পা ভেঙ্গে দিল সন্ত্রাসীরা। এঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাত ৯টায় সরিষাবাড়ী পৌর সভার পোষ্ট অফিস মোড় এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সরিষাবাড়ী পৌর সভার সাতপোয়া গ্রামের মৃত আব্দুস ছবুরের ছেলে রিপন মিয়া(৪০) দীর্ঘদিন যাবৎ পোষ্ট অফিস মোড়ে হোটেল ব্যবসা করে আসছিল। এদিকে একই এলাকায় আন-নুর কোচিং সেন্টারের পশ্চিম পার্শ্বে বসবাসরত আব্দুল হাইয়ের ছেলে কোরবান আলী (২৫) মাঝে মধ্যেই রিপনের হোটেল এসে বাকি খায়। এভাবে সে ৫ হাজার টাকা বকেয়া করে। এছাড়াও গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে আবারও ৫ হাজার টাকা দাবী করলে দাবীকৃত ৫ হাজার টাকা দিতে রাজী না হওয়ায় হোটেল ব্যবসায়ী রিপন মিয়া’র উপর চরাও হয় এবং রড় দিয়ে পিটিয়ে রক্তাক্ত করাসহ পা ভেঙ্গে দেয়।

এ সময় রিপন মিয়ার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায় এবং রিপন মিয়াকে মাটিতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। পরে স্থানীয় লোকজন তার পরিবার পরিজনকে খবর দিলে রিপন মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থা বেগতি দেখে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

এদিকে হোটেল ব্যবসায়ী রিপন মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যর সাথে পাঞ্জা লড়ছে সংবাদ পেয়ে সরিষাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে গুরুতর আহত রিপনের বড় ভাই রমজান আলী সাংবাদিকদের জানান। ঘটনার পর থেকেই সন্ত্রাসী কোরবান আলী পলাতক রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে ।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান,হোটেল ব্যবসায়ীকে রড় দিয়ে পা ভেঙ্গে দেয়ার ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:০৫:২৬   ৩৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দক্ষিণ এশীয় দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান পরিবেশ উপদেষ্টার
বৈশ্বিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়াতে হবে: মৎস্য উপদেষ্টা
আসিয়ানে ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার আগ্রহ পুনর্ব্যক্ত বাংলাদেশের
বাণিজ্য ও প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা
স্ত্রীর পরকীয়া প্রেমিককে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার
বেলজিয়ামকে হারিয়ে শুভসূচনা আর্জেন্টিনার
জলবায়ু অর্থায়নের ৮৯১ প্রকল্পে ২ হাজার কোটি টাকার দুর্নীতি : টিআইবি
উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং মারা গেছেন
রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা
হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০

News 2 Narayanganj News Archive

আর্কাইভ